এক্সপ্লোর
Advertisement
নরওয়েতে করোনা থেকে বাঁচতে টিকা নিয়ে চলে গেল ২৩টা প্রাণ
টিকা নেওয়ার পর মৃত্যু হল ২৩ জনের। ঘটনা নরওয়ের। দিন কয়েক আগে ফাইজার বায়োএনটেক টিকা নিয়েছিলেন সংশ্লিষ্টরা।
নয়াদিল্লি: টিকা নেওয়ার পর মৃত্যু হল ২৩ জনের। ঘটনা নরওয়ের। দিন কয়েক আগে ফাইজার বায়োএনটেক টিকা নিয়েছিলেন সংশ্লিষ্টরা।
জানা গিয়েছে, ২৩ জনের মধ্যে ১৩ জনের মৃত্যুর আগে একই কারণ শারীরিক অবস্থার অবনতি হয়। ডায়রিয়া, বমি বমি ভাব, জ্বর হয় প্রত্যেকের। নাইজেরিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ আগেই টিকাকরণ নিয়ে সতর্ক হতে বলেছিল। তারা জনিয়েছিল ৮০ বছরের ঊর্ধ্বদের উপর কার্যকরী হবে না। সংবাদমাধ্যমে নাইজেরিয়ার নিয়ামক সংস্থা জানিয়েছে, যারা শারীরিকভাবে খুব দুর্বল তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার মারাত্মক পরিণতিও হতে পারে।
নাইজেরিয়ার নিয়ামক সংস্থার সঙ্গে যৌথভাবে ফাইজার বায়োএনটেক এই মৃত্যুর তদন্ত শুরু করেছে। ফাইজার জানিয়েছে, মৃত্যুর খবর জানিয়েছিল নিয়ামক সংস্থা। কিন্তু এখনই ভ্যাকসিন নিয়ে কোনও সতর্কতা জারি করা হচ্ছে না। এখনই আশাহত হওয়ার কোনও কারণ নেই। বিশেষজ্ঞদের মতে, এই মৃত্যুর পর চিকিৎসকদের আরও বেশি সজাগ থাকতে হবে। আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। নাইজেরিয়ান মেডিসিন এজেন্সি বলেছে, মৃত্যুর পাশাপাশি ২১ জন মহিলা এবং ৮ জন পুরুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। শারীরিক অস্বস্তি, অ্যালার্জি, জ্বর হয়েছে অনেকের। ৭ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেখানে ইঞ্জেকশন দেওয়া সেখানে ব্যাথা হয়েছে বলেও জানিয়েছেন অনেকে।
এদিকে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২০ লক্ষ ছাড়াল। তবে কমেছে দৈনিক মৃত্যু। বাড়ল সংক্রমণ। একইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২০ লক্ষ ৬ হাজার ৬১১ জনের। আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৩৭ লক্ষ ৬৫ হাজার ৭২৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৫ কোটি ১৬ লক্ষ ৩৯ হাজার ৫৩৮ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ হাজার ৪০৫ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৭২ হাজার ৫৯। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৫৫ হাজার ৮৭৮। স্পেনে একদিনে আক্রান্ত ৪০ হাজার ১৯৭ জন। মার্চের পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। ইউকে স্ট্রেনের জেরে সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখার কথা ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement