‘দাওয়াই ভি, কড়াই ভি!’ ২ দশকে উন্নতি পরিকাঠামোর, করোনা মোকাবিলায় সফল গুজরাত, বললেন প্রধানমন্ত্রী
এদিন প্রধানমন্ত্রী বলেন, দাওয়াই ভি, কড়াই ভি। যার অর্থ করোনারোধী ভ্যাকসিনের টিকা এলেও কড়াকড়ি থাকবে। এর আগে মোদি বলেছিলেন, দাওয়াই নেহি, তো ঢিলাই নেহি। অর্থাৎ, যতদিন না ভ্যাকসিন আসছে, ততদিন কোনও ঢিলেমি নয়।
![‘দাওয়াই ভি, কড়াই ভি!’ ২ দশকে উন্নতি পরিকাঠামোর, করোনা মোকাবিলায় সফল গুজরাত, বললেন প্রধানমন্ত্রী In two decades of improved infrastructure, Gujarat has been successful in tackling Corona, said Prime Minister ‘দাওয়াই ভি, কড়াই ভি!’ ২ দশকে উন্নতি পরিকাঠামোর, করোনা মোকাবিলায় সফল গুজরাত, বললেন প্রধানমন্ত্রী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/31205119/WhatsApp-Image-2020-12-31-at-3.20.52-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনা মোকাবিলায় অনেক বেশি সফল গুজরাত। কারণ গত ২ দশকে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হয়েছে রাজ্যে। বৃহস্পতিবার রাজকোটে এইমসের শাখার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির এই কর্মসূচিতে এবার সামিল হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স তথা এইমস।
এদিন প্রধানমন্ত্রী বলেন, দাওয়াই ভি, কড়াই ভি। যার অর্থ করোনারোধী ভ্যাকসিনের টিকা এলেও কড়াকড়ি থাকবে। এর আগে মোদি বলেছিলেন, দাওয়াই নেহি, তো ঢিলাই নেহি। অর্থাৎ, যতদিন না ভ্যাকসিন আসছে, ততদিন কোনও ঢিলেমি নয়। এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মোদি জানিয়ে দেন, আগামী বছরের মন্ত্র কী হবে। তিনি বলেন, নতুন বছরে পদার্পন করতে চলেছি আমরা। ২০২১ সালে আমাদের মন্ত্র হওয়া উচিৎ, দাওয়াই ভি, কড়াই ভি। বিশ্ব স্বাস্থ্য ব্য়বস্থায় প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে ভারত। ২০২১ সালে স্বাস্থ্য ব্যবস্থায় আরও শক্তিশালী হতে হবে ভারতকে।
একইসঙ্গে এদিন তিনি বলেন, দেশে করোনায় দৈনিক সংক্রমণের হার কমেছে। কিন্তু সতর্কতা নিয়ে কোনও আপস করা যাবে না। করোনা ভ্যাকসিন নেওয়ার পরও কড়া স্বাস্থ্যবিধি মানতে হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গুজব নিয়ে সচেতন হতে বলেছেন মোদি। তাঁর কথায়, আমাদের দেশে অনেক দ্রুত গুজব ছড়িয়ে পড়ে। এদিন তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার উদ্দেশে অনেকেই করোনা নিয়ে গুজব ছড়াচ্ছেন। টিকাকরণ শুরু হলেও গুজব ছড়ানো হবে। আমি সাধারণ মানুষের কাছে আবেদন করছি এই ধরনের গুজবে কান দেবেন না। কোনও কিছু সম্পর্কে সম্পূর্ণ তথ্য না নিয়ে সোশাল মিডিয়ায় খবর ছড়াবেন না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)