Independence Day 2021 : লাদাখের প্যাংগঙ্গ সো-র তীরে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবস উদযাপন আইটিবিপি-র
লাদাখের প্যাংগঙ্গ সো হ্রদের তীরে উড়ল জাতীয় পতাকা। তেরঙ্গা উত্তোলন করে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একে অপরকে শুভেচ্ছে বিনিময় করলেন ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশের জওয়ানরা।
![Independence Day 2021 : লাদাখের প্যাংগঙ্গ সো-র তীরে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবস উদযাপন আইটিবিপি-র Independence Day 2021 ITBP personnel celebrate the day at banks of Pangong Tso in Ladakh Watch Independence Day 2021 : লাদাখের প্যাংগঙ্গ সো-র তীরে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবস উদযাপন আইটিবিপি-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/15/b27cf59f946b84989c27466430d9dff2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নিউ দিল্লি : সারা বছর দিনরাত এক করে সীমানায় পাহার দিচ্ছেন তাঁরা। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করছেন। শত্রুপক্ষের মোকাবিলা করছেন। দেশ-জাতীয় পতাকার মান বুক দিয়ে আগলে রেখেছেন। বিশেষ এই দিনটিতে লাদাখের প্যাংগঙ্গ সো হ্রদের তীরে ওড়ালেন জাতীয় পতাকা। তেরঙ্গা উত্তোলন করে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একে অপরকে শুভেচ্ছে বিনিময় করলেন ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশের জওয়ানরা।
তাঁরা ভারতীয় পতাকা নিয়ে হ্রদের তীর অতিক্রম করেন। জাতীয় সংগীত গান। এদিকে, উত্তরাখণ্ড সীমান্তে ITBP জওয়ানরা ১৩০০০ ফুট উচ্চতায় দিনটি উদযাপন করেছেন। লাদাখের বর্ডার আউট পোস্টেও 14000 থেকে 17000 ফুট উচ্চতায় স্বাধীনতা দিবস পালন করা হয়।
স্বাধীনতা দিবসের এক দিন আগে গত বছর মে-জুন মাসে পূর্ব লাদাখের সংঘর্ষে তাঁদের সাহসিকতার জন্য এই বছর আইটিবিপি-র ২০ জন পুলিশ সদস্যকে বীরত্বের (পিএমজি) পুলিশ পদকের জন্য নির্বাচিত করা হয়। এই জওয়ানরা সেই ২৩ জনের মধ্যে রয়েছেন যাঁরা এবার বাৎসরিক অনুষ্ঠানে পুলিশ পদক পাচ্ছেন।
কেন্দ্র এই পুরস্কার ঘোষণার সঙ্গে সঙ্গে আইটিবিপি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি আইটিবিপি'র জন্য সর্বাধিক সংখ্যক বীরত্ব পদক যা সীমান্ত সংঘর্ষ বা সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে সাহসিকতা প্রদর্শনের জন্য তাদের জওয়ানরা পাচ্ছেন। উল্লেখ্য, লাদাখে ভারত-চিন সামরিক উত্তেজনা চলে দীর্ঘদিন। দীর্ঘ আলোচনার পর আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। এর পাশাপাশি একে অপরকে অভিবাদন জানান জওয়ানরা। সীমান্তের অন্য আউটপোস্টেও বিএসএফ ও বিজিবি-র জওয়ানদের মধ্যে এই আদান-প্রদান চলে। শুভেচ্ছা বিনিময়ের পর বিএসএসফের তরফে বলা হয়েছে, এটি সৌহার্দ্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। তা ছাড়া দুই বাহিনীর মধ্যে উৎসব উপলক্ষে মিষ্টি আদান-প্রদানের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)