PM Modi : 'পরের বার ১৫ অগাস্ট এই লালকেল্লা থেকেই...', '২৪-এও প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী মোদি
77th Independence Day : এবার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে ১০বার বক্তব্য রাখলেন মোদি
নয়াদিল্লি : বিরোধীরা একজোট । গত দুই বারের মতো লড়াইটা এবার সহজ হবে না বিজেপির কাছে। অন্তত I.N.D.I.A গঠনের পর, তেমনই মত প্রকাশ করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও, বিরোধী জোট তাঁর তৃতীয়বার ক্ষমতায় প্রত্যাবর্তন রুখতে পারবে না বলে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোদির গলায় তারই প্রতিধ্বনি শোনা গেল। তিনি দাবি করলেন, লালকেল্লা থেকে পরের বছর ১৫ অগাস্ট দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরবে।
প্রধানমন্ত্রী বলেন, "পরের ৫ বছর অভূতপূর্ব উন্নয়নের। ২০৪৭-এর স্বপ্ন পূরণে সবথেকে বড় সোনালি মুহূর্ত হতে চলেছে পরের ৫ বছর। পরের বার ১৫ অগাস্ট আপনাদের সামনে আমি দেশের সাফল্য ও উন্নয়ন তুলে ধরব এই লালকেল্লা থেকে।" প্রসঙ্গত, এবার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে ১০বার বক্তব্য রাখলেন মোদি। তাও আবার '২৪-এর লোকসভা ভোটের আগে। আজকের মঞ্চ থেকে এমন একাধিক প্রসঙ্গ প্রধানমন্ত্রী তুললেন যা লোকসভা ভোটের সুর বেঁধে দিয়েছে।
উঠে এল তাঁর আমলের গোড়ার দিককার কথা। তিনি কী করেছেন, কীভাবে কাজ করেছেন...যাবতীয় প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বললেন, "যখন ২০১৪ সালে আমি আপনাদের কাছে এসেছিলাম, পরিবর্তনের আশ্বাস নিয়ে এসেছিলাম। আপনারা আমার উপর আস্থা রেখেছিলেন। সংস্কার, কর্মক্ষমতা এবং রূপান্তর বিশ্বাসে বদলে গিয়েছিল। দেশের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি, এই লক্ষ্য নিয়ে যে দেশ আগে। ২০১৯ সালে, আমার কাজের ভিত্তিতে আপনার ফের আমার পক্ষে জনাদেশ দেন, আশীর্বাদ করেন। আগামী পাঁচ বছরেও অভূতপূর্ব উন্নতি হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত করার এটাই সোনালি মুহূর্ত। "
নিজের বক্তব্যে বারবার কংগ্রেস এবং বিরোধীদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, "দুর্নীতি, স্বজনপোষণ ও তোষণ - এই তিন বিষয় দেশের প্রচুর ক্ষতি করেছে। কী করে একটি রাজনৈতিক দলের ক্ষমতা একটি দলের উপরেই থাকতে পারে ? তাদের জন্য, জীবনের মন্ত্র দলই পরিবার, পরিবারের দ্বারা এবং পরিবারের জন্য।" তাঁর সংযোজন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০৪৭ সালে দেশ যখন স্বাধীনতার ১০০ বছরে পড়বে, তখন দেশ একটা উন্নত দেশে পরিণত হবে। আমার দেশের সক্ষমতার উপর এবং উৎসের উপর নির্ভর করে এই কথাগুলো বলছি। কিন্তু, এই মুহূর্তে লড়াইটা করতে হবে- দুর্নীতি, বংশপরম্পরা ও তোষণের বিরুদ্ধে।"