India Covid 19 : শুধু গত সপ্তাহেই দেশে ১২০০ শতাংশ বেড়ে গিয়েছে করোনা ! আসছে ভয়ঙ্কর ঢেউ?
India Coronavirus Cases Rise : ভারতে সক্রিয় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যার নিরিখে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লি একেবারে উপরের দিকে।

কঠিন হচ্ছে পরিস্থিতি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। ভারতের বিপুল জনসংখ্যার নিরিখে সংখ্যাটা বিরাট না হলেও, করোনা আক্রান্তের বাড়বৃদ্ধি বেশ চিন্তার। যে মাত্রায় প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা , তা রীতিমতো ভাবাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই ভারতে সক্রিয় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যার নিরিখে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লি একেবারে উপরের দিকে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র অফিসিকেরয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (৩১ মে, ২০২৫) সকাল পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫৮। অঙ্কের হিসেবে গত সপ্তাহের তুলনায় প্রায় ১,২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে কোভিড কেস। ভারতে ২২ মে, ২৫৭ জন সক্রিয় আক্রান্ত ছিলেন । ২৬ মে ১,০১০ জন সক্রিয় আক্রান্ত ছিলেন। দেশে শুক্রবার এবং শনিবারের মধ্যে ৬৮৫টি নতুন কোরোনা ভাইরাস আক্রান্তের ঘটনা সামনে এসেছে।
সবচেয়ে বেশি কোভিড প্রভাবিত রাজ্য
তথ্য অনুযায়ী, ভারতে সবচেয়ে বেশি প্রভাবিত রাজ্য কেরল। শুক্রবার দক্ষিণের রাজ্যে ১৮৯টি নতুন কোভিড আক্রান্তের ঘটনা সামনে এসেছে। ১,৩৩৬ জন সক্রিয় আক্রান্ত রয়েছেন সে-রাজ্যে। এরপর মহারাষ্ট্র (৪৬৭), দিল্লি (৩৭৫), গুজরাট (২৬৫), কর্ণাটক (২৩৪), পশ্চিমবঙ্গ (২০৫), তামিলনাড়ু (১৮৫) এবং উত্তরপ্রদেশ (১১৭) রয়েছে। রাজস্থান (৬০), পুডুচেরি (৪১), হরিয়ানা (২৬), অন্ধ্রপ্রদেশ (১৭) এবং মধ্যপ্রদেশ (১৬)।
আইসিএমআর জানিয়েছে দেশের পশ্চিম ও দক্ষিণে নমুনার জিনোম সিকোয়েন্সিং থেকে জানা গেছে যে, নতুন ভ্যারিয়েন্টগুলি ওমিক্রনের উপ-ভ্যারিয়েন্ট। ২০২২ সালেও এই জাতীয় ভ্যারিয়েন্টও কোভিড ঢেউ ডেকে এনেছিল। আইসিএমআর প্রধান ডাঃ রাজীব বাহল জানিয়েছেন এবার দাপট দেখাচ্ছে LF.7, XFG, JN.1, and NB.1.8.1। তিনি জানান, করোনার দাপট প্রথমে বেড়েছে দক্ষিণ থেকে, তারপর পশ্চিম থেকে এবং এখন উত্তর ভারত থেকে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, ১ জানুয়ারি ২০২৫ থেকে এখন পর্যন্ত করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। শনি থেকে রবিবার সন্ধে পর্যন্ত ৪ জন করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ১ জন কেরলের বাসিন্দা। ১ জন কর্ণাটকের, ২ জন পশ্চিমবঙ্গের করোনা রোগীর মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৮৭। ১ দিনের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ জন।






















