Devi Singh Shekhawat Demise: ৮৯ বছর বয়সে প্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের স্বামী
Devi Singh Shekhawat Demise: প্রয়াত দেবী সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯।
নয়াদিল্লি: প্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল (Pratibha Patil)-এর স্বামী দেবী সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। তাঁর পুরো নাম, দেবী সিংহ শেখবন্দ (Dr Devisingh Shekhawat)। শুক্রবার সকালে পুণের কেএএন হাসপাতালে (KEM Hospital) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সন্ধে ৭টা নাগাদ বৈকুন্ঠ শ্মশানে (Vaikunth crematorium)-এ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে খবর।
হাসপাতাল সূত্রে খবর, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেবী সিংহ। এর আগে পড়ে গিয়ে হাড়ে আঘাত লেগেছিল তাঁর। সেই সমস্যার চিকিৎসা চলছিল তাঁর। এরমধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে দেখা দেয় কিনডির সমস্যাও। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রয়াত হন তিনি। ন্যাশনাল কংগ্রেস দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দেবী সিংহ। অমরাবতীর প্রাক্তন বিধায়কও ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন একাধিক ব্যক্তিত্ব।
আরও পড়ুন: Gambhir on Rahul: রান না পেয়ে প্রবল সমালোচনার মুখে রাহুল, পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর
২০০৭ সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন প্রতিভা পাটিল। ওই বছরেরই ২৫ জুলাই তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর বয়স ৭২ বছর। তিনি এর আগে ভারতের রাজস্থান প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিভা পাটিল ১৯৩৪ সালের ১৯ ডিসেম্বর ভারতের মহারাষ্ট্রের ছোট শহর জালগাঁওয়ে জন্ম গ্রহণ করেন। ১৯৬৫ সালে তিনি রাজস্থানী বংশভূত তরুণ দেবীসিংহ রনসিংহ শেখাওয়াতকে বিয়ে করেন। তাঁদের এক ছেলে ও মেয়ে রয়েছে।
Saddened to know the passing away of Dr. Devisingh ji Shekhawat. A gentleman to the core,he held many important positions in Indian politics
— Vinod Tawde (@TawdeVinod) February 24, 2023
My sincere condolences to respected Smt. Pratibha Patil ji and their family members
Om Shanti pic.twitter.com/Utjb0GPjHe