India Pakistan Ceasefire: সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছিল গুলি ছোড়ে পাক সেনা, নিহত BSF সাব ইনস্পেক্টর ইমতিয়াজের দেহ ফিরল পাটনার বাড়িতে..
India Pakistan Ceasefire Violation BSF SI MD Imtiaz Last Rites : জম্মু কাশ্মীরে নিহত BSF-এর সাব ইনস্পেক্টরের কফিনবন্দি দেহ ফিরল পাটনার বাড়িতে, শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত বিহারের মন্ত্রী

নয়াদিল্লি: পাক সেনার গোলায় জম্মু কাশ্মীরের আর এস পুরায় নিহত BSF-এর সাব ইনস্পেক্টরের কফিনবন্দি দেহ ফিরল বিহারের পাটনার বাড়িতে। ১০ মে, সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি ছোড়ে পাক সেনা। গুলির লড়াইয়ে নিহত হন BSF সাব ইনস্পেক্টর মহম্মদ ইমতিয়াজ। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিহারের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আরও পড়ুন, শত্রুপক্ষের সব সঙ্কেতকেই ডিকোড, সীমান্ত ছোঁওয়ার আগেই নিকেশ ; কীভাবে কাজ করেছে নৌবাহিনী
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে পাক রেঞ্জার্সের হাতে আটক BSF জওয়ান পূর্ণমকুমার সাউয়ের পরিবারের! এদিন জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানে আটক BSF জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন, দয়া করে আমি হাত জোড় করে অনুরোধ করছি যে পিকে সাউয়ের বিষয়টা একটু দেখা হোক। ভারত-পাক সীমান্তে এখনও টানটান উত্তেজনা। আর সেসব দেখে আশঙ্কা-উদ্বেগ ক্রমশ বাড়ছে পাক রেঞ্জার্সের হাতে আটক, এরাজ্যের BSF জওয়ান পূর্ণমকুমার সাউয়ের পরিবারের। ভুল করে সীমান্ত পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন হুগলির রিষড়ার বাসিন্দা, বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ।
২০ দিন হতে চলল একাধিক ফ্ল্যাগ মিটিং সত্ত্বেও এখনও দেশে ফেরানো যায়নি এই BSF জওয়ানকে। কোনও খোঁজখবর না পাওয়ায় ৮ বছরের ছেলেকে নিয়ে স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোট পর্যন্ত পৌঁছে যান অন্তঃসত্ত্বা স্ত্রী। পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশে গিয়ে একাধিক বিএসএফ আধিকারিকের সঙ্গে কথা বলেও খালি হাতে ফিরতে হয় তাঁকে। এই পরিস্থিতিতে উদ্বেগ কাটছে না রিষড়ার সাউ পরিবারের। পূর্ণমকুমার সাউ কেমন আছেন, BSF থেকে কিছু খবর দিয়েছে আপনাদের? এবিপি আনন্দ এর প্রশ্নের উত্তরে পাকিস্তানে আটক BSF জওয়ানের স্ত্রী বলেন, রজনী সাউ, পাক-বাহিনীর হাতে বন্দি BSF জওয়ানের স্ত্রী: না, জানানো হয়নি এখনও। আমি একবার CO সাহেবকে ফোন করেছিলাম গত সোমবার, বললেন এখন কথা চলছে। আমরা দেখছি কী হয়। মানে নিশ্চিত করে কিছু বলেননি, কতদিন সময় লাগবে বা কী হবে, তারপর তো যুদ্ধটাই হয়ে গেল।
পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানের স্ত্রীর সঙ্গে রবিবার ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের হাতে বন্দি BSF জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন, উনি (মুখ্যমন্ত্রী) দেড়টা নাগাদ ফোন করেছিলেন দুপুরবেলা। বললেন BSF-এর কোনও উচ্চপদস্থ আধিকারিককে ফোন করা হয়েছিল, উনি বললেন পিকে সাউ একদম ঠিক আছেন। ওঁকে শারীরিকভাবে কোনও অত্যাচার করা হয়নি। মানে সুস্থ আছেন। আর বললেন কাল (সোমবার) একটা বড় মিটিং আছে। মিটিংয়ে হয়তো জানাবে ওরা কী হবে না হবে। ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স।






















