India Pakistan News: লঞ্চ প্যাড থেকে ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় শতাধিক জঙ্গি, খবর সেনা সূত্রের
Kashmir Attack: সূত্রের দাবি, পাক অধিকৃত কাশ্মীরের দক্ষিণ পীরপঞ্জলে জঙ্গিদের ৩২টি লঞ্চপ্যাড চিহ্নিত করা হয়েছে।

নয়া দিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে মিলল ৪২টি সক্রিয় জঙ্গি লঞ্চ প্যাডের হদিশ। পাক সেনা চৌকির কাছে থাকা লঞ্চ প্যাড থেকে ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় শতাধিক জঙ্গি, খবর সেনা সূত্রের। সার্জিক্যাল স্ট্রাইকের সময় গুঁড়িয়ে দেওয়া ঘাঁটি ফের শক্তিশালী হয়ে উঠেছে পাকিস্তানের প্রশ্রয়ে।
সূত্রের দাবি, পাক অধিকৃত কাশ্মীরের দক্ষিণ পীরপঞ্জলে জঙ্গিদের ৩২টি লঞ্চপ্যাড চিহ্নিত করা হয়েছে। আর উত্তর পীরপঞ্জলে চিহ্নিত করা হয়েছে ১০টি জঙ্গি ঘাঁটি। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডগুলিতে ১০০ থেকে ১৩০ জন জঙ্গি আছে। দক্ষিণ পীরপঞ্জলেই রয়েছে অন্তত ১০০জন জঙ্গি। উত্তর পীরপঞ্জলে অপেক্ষা করে আছে অন্তত ৩২ জন জঙ্গি।
সব মিলিয়ে, লঞ্চপ্যাড থেকে ভারতে অনুপ্রবেশের অপেক্ষা করছে শতাধিক জঙ্গি। উত্তর পিরপঞ্জলে যে সব জায়গায় জঙ্গিদের লঞ্চপ্যাড রয়েছে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, দুধানিয়াল, চেলাবন্দি, ম্যাচা ফ্যাক্টরি, গড়ি দুপাট্টা, বাশ, আলিয়াবাদ আর দক্ষিণ পিরপঞ্জলের মধ্যে যে সব জায়গায় জঙ্গি-ঘাঁটি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল- রাওয়ালকোট, ডুঙ্গি, তাতাপানি, হাজিরা, কোটলি, সেনসা, পালানি, নিকিয়াল, পলক-মিরপুর, তাগোশ।
সূত্রের খবর, গুলি চালিয়ে কভার দিয়ে, জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দেয় পাকিস্তানি সেনাবাহিনী। সেই কারণে পাক সেনাঘাঁটির একেবারে কাছাকাছি তৈরি হয়েছে জঙ্গিদের লঞ্চপ্যাডগুলি। বালাকোট, মিরপুর, মঙ্গলা, জালালাবাদ, অ্যাবোটাবাদ প্রভৃতি জায়গায় প্রশিক্ষণ গ্রহণের পর, জঙ্গিরা এইসব লঞ্চ প্যাডে আসে এবং অনুপ্রবেশের জন্য অপেক্ষা করে।
২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকের সময়, এরকম বহু লঞ্চ প্য়াড গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু, সেইসব ঘাঁটিগুলি ফের শক্তিশালী হয়ে উঠেছে পাকিস্তানের প্রশ্রয়ে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আবার আঘাত হানার সময় এসেছে। এবার শুধু জঙ্গিদের লঞ্চ প্যাড নয়, ভেঙে দিতে হবে পাকিস্তানের কোমর।
এদিকে, যারা জঙ্গি, আর যারা জঙ্গিদের সমর্থন করে, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ফের পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের হামলার যোগ্য জবাব দেওয়া উচিত বলে, দাবি তুলল কংগ্রেসও। এরই মধ্যে ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করলেন মোদি। অন্যদিকে পহেলগাঁওকাণ্ডে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে NIA।






















