India Pakistan News: 'পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি'! পাক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে এই ব্যবস্থা নিল ভারত
Pahalgam News: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এর আগে বলেছিলেন যে পাকিস্তানে হাই অ্যালার্ট জারি আছে এবং তাদের সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত

নয়া দিল্লি: জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে অশান্ত সীমান্ত। অশান্ত দুই দেশের সম্পর্কও। যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত। নাম না করে পাকিস্তানকে প্রত্যাঘাতের হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এখনও নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণের খবর এসেছে। ইতিমধ্যে, ভারত সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। সরকার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এক্স অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ভারতে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এর আগে বলেছিলেন যে পাকিস্তান হাই অ্যালার্ট জারি রয়েছে এবং তাদের সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি আরও সতর্ক করে বলেন, যদি পাকিস্তানের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি তৈরি হয়, তাহলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। তার বক্তব্যের পর ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে ক্রমাগত কঠোর পদক্ষেপ নিচ্ছে। ভারত সরকার এর আগে বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে অনেক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। পহেলগাম সন্ত্রাসী হামলার পর এই চ্যানেলগুলি ভারত, তার সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক, মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল। সরকার বলছে যে এই চ্যানেলগুলি দেশের শান্তি ও ঐক্যের ক্ষতি করতে পারে।
অন্যদিকে, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পিছনে যে পাকিস্তান রয়েছে, তা আগেই স্পষ্ট হয়ে গেছে। এবার সেকথা কবুল করে নিলেন খোদ পাক সেনার সিনিয়র কমান্ডারও। সূত্রের দাবি, সেই তিনিই সেনার শীর্ষস্তরের বৈঠকে স্বীকার করে নিয়েছেন- পহেলগাঁওতে গণহত্যার জন্য জঙ্গিদের উস্কানি দিয়েছিলেন, আর কেউ নন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সূত্রের দাবি, যিনি পাক সেনাপ্রধানের কীর্তি ফাঁস করে দিয়েছেন, তিনি কোনও ছোটখাটো অফিসার নন। পাক সেনার জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান শাহির শামশাদ মির্জা। পাকিস্তানের সেনা, নৌসেনা এবং বায়ুসেনার মধ্য়ে সমন্বয় রক্ষার গুরুদায়িত্ব তাঁর ওপর।
এদিকে, পহেলগাঁওয়ে হামলার পর সামরিক তৎপরতা এখন তুঙ্গে! আরব সাগরে যুদ্ধজাহাজ INS সুরাত থেকে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে নৌসেনা। সমুদ্রে নামানো হয়েছে যুদ্ধবিমান বহনকারী যুদ্ধজাহাজ INS বিক্রান্তকে।






















