India Pakistan Tension: ভারতীয় সেনার অ্যাকশনে ধ্বংস জঙ্গিদের ড্রোন লঞ্চপ্যাড ! পাক সেনার একাধিক পোস্ট শেষ
Pakistani Posts Terrorist Launch Pads destroyed: যে জায়গাগুলি থেকে টিউব ড্রোন ছুড়ত পাক জঙ্গিরা, সেগুলিকে মাটিতে মিশিয়ে দিয়েছে সেনা। খবর অসমর্থিত সূত্রে।

অপারেশন 'সিঁদুরে' বেছে বেছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। কিন্তু নির্লজ্জ পাকিস্তান লাগাতার ভারতের উপর হামলার চেষ্টা চালিয়ে যাওয়ায়, 'অপারেশন সিঁদুর'এর পরবর্তী পর্যায়ে একের পর এক প্রত্যাঘাতে জবাব দিচ্ছে ভারতও। শুক্রবার ২৬ জায়গায় পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ করার পর , এবার পাল্টা অ্যাকশনে নামল ভারত। সীমান্তের ওপারে পাক অধিকৃত কাশ্মীরে ফের গুড়িয়ে দেওয়া হল একের পর এক জঙ্গি ঘাঁটি। মাটিতে মিশিয়ে দেওয়া হল পাক সেনার একাধিক পোস্ট।
শনিবার জম্মুর কাছে একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করে দেয় ভারত। পাক সেনার একাধিক পোস্ট গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার অ্যাকশনে ধ্বংস হয়ে যায় জঙ্গিদের ড্রোন লঞ্চপ্যাডও। যে জায়গাগুলি থেকে টিউব ড্রোন ছুড়ত পাক জঙ্গিরা, সেগুলিকে মাটিতে মিশিয়ে দিয়েছে সেনা। খবর অসমর্থিত সূত্রে।
ভারতীয় সেনা প্রত্যাঘাত কোথায় কোথায়
প্রত্যাঘাত করা হয়েছে ইসলামাবাদ থেকে ১৫ কিলোমিটার দূরে নুর খান এয়ার বেসে, ১১৯ কিলোমিটার দূরে পাক এয়ারবেসে, মুরিদে, লাহোরের ৮০ কিলোমিটার দূরে চুঁইয়া আর্মি ক্যান্টনমেন্টে। সূত্রের দাবি, সিন্ধ প্রদেশের শাহবাজ এয়ার বেস, জাকোবাবাদেও ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে। পাকিস্তান যখন কয়েকদিন ধরে ভারতের সামরিক ঘাঁটিগুলি নিশানা করেও, বারবার ব্যর্থ হয়েছে। ভারতীয় সেনা পাত - ড্রোনগুলোকে ধ্বংস করেছে আকাশেই। কিন্তু তাতেও শিক্ষা হয়নি পাকিস্তানের। ক্রমাগত শেল, গোলা , গুলি ধেয়ে আসছে পাকিস্তানের দিক থেকে। আর তাতে মারাত্মক জখম হয়েছেন কয়েকজন। প্রাণও গিয়েছে। ধসে পড়েছে ভারতের সাধারণ মানুষের ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ধর্মীয় স্থানগুলোও। তার জবাবে এবার পাকিস্তানের ৫টিরও বেশি সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করল ভারত।
#WATCH | Pakistani Posts and Terrorist Launch Pads from where Tube Launched Drones were also being launched, have been destroyed by the Indian Army positioned near Jammu: Defence Sources Source - Defence Sources) pic.twitter.com/7j9YVgmxWw
— ANI (@ANI) May 10, 2025
অন্যদিকে রাত বাড়তেই নিয়ন্ত্রণরেখায় হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনার দাবি, নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা বাড়াচ্ছে পাকিস্তান। এখন শনিবারের রাতটা কেমন যায়, তারই অপেক্ষা।






















