এক্সপ্লোর
Advertisement
কোভিড-১৯ টেস্টিংয়ে গতি আসবে, চিন থেকে আসছে সাড়ে ৬ লাখের বেশি কিট, ১৫ মিলিয়নের ওপর পিপিই গিয়ারের অর্ডার দিয়েছে ভারত
চিন থেকে সরবরাহের জন্য ভারত কয়েক লক্ষ টেস্টিং কিটের পাশাপাশি ১৫ মিলিয়নের ওপর পার্সনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই গিয়ারের অর্ডার পাঠিয়েছিল বলে জানিয়েছিলেন মিস্ত্রী। চলতি সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন যে, বাস্তবসম্মত দামে ওই সামগ্রী মসৃণভাবে ভারতের হাতে যদি আসে, সেটাই হবে চিন-ভারত সম্পর্কের সম্ভাব্য সবচেয়ে শুভ সংকেত।
নয়াদিল্লি: চিন থেকে আসছে সাড়ে ৬ লাখের বেশি কোভিড-১৯ পরীক্ষার কিট বা সাজসরঞ্জাম। চিনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিসরি জানিয়েছেন, বৃহস্পতিবার চিনের গুয়াংঝাউ বিমানবন্দর থেকে এই বিপুল পরিমাণ কিট পাঠানো হয়েছে ভারতের জন্য। এর মধ্যে আছে দ্রুত অ্যান্টিবডি টেস্ট ও আরএনএ এক্সট্র্যাকশন কিটও। এই কিট এসে গেলে ভারতে নোভেল করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার গতি তরান্বিত হবে। তা আরও জোরদার হবে।
A total of 650,000 kits, including Rapid Antibody Tests and RNA Extraction Kits have been despatched early today from Guangzhou Airport to India: Vikram Misri, Ambassador of India to China (file pic) #Coronavirus pic.twitter.com/JVq6QUatFL
— ANI (@ANI) April 16, 2020
চিন থেকে সরবরাহের জন্য ভারত কয়েক লক্ষ টেস্টিং কিটের পাশাপাশি ১৫ মিলিয়নের ওপর পার্সনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই গিয়ারের অর্ডার পাঠিয়েছিল বলে জানিয়েছিলেন মিসরি। চলতি সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন যে, বাস্তবসম্মত দামে ওই সামগ্রী মসৃণভাবে ভারতের হাতে যদি আসে, সেটাই হবে চিন-ভারত সম্পর্কের সম্ভাব্য সবচেয়ে শুভ সংকেত। আগামী কয়েকটি সপ্তাহে ভারতের হাতে চিন থেকে আরও ২০-৩০ লক্ষ কিট আসার সম্ভাবনা রয়েছে।
মাঝে চিনে করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপে কলকারাখানা বন্ধ ছিল। উত্পাদন স্তব্ধ ছিল। ফের কলকারখানা খোলায় উত্পাদন প্রক্রিয়া চালু হয়েছে। গত ডিসেম্বরে চিনে ছড়াতে শুরু করে এই অতিমারী। দুমাস করোনা সংক্রমণের সঙ্গে মোকাবিলা পর্বের শেষে চিন ভারত সমেত বাকি দুনিয়াকে মেডিকেল সামগ্রী, বিশেষত ভেন্টিলেটর ও কোভিড ১৯ রোগীদের চিকিত্সায় যুক্ত ডাক্তার-নার্সদের ব্যবহারের পিপিই রপ্তানি করে আয়ের রাস্তা খুঁজছে। ভারতে করোনাভাইরাস সংক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, দেশে সংক্রমিতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে , মৃত ৪১৪।
এই প্রেক্ষাপটে মিসরি জানান, ভারতের এই অবস্থায় চাই পিপিই, মাস্ক, কিট, গ্লোভস, ভেন্টিলেটরের মতো জরুরি মেডিকেল সামগ্রী। চিন খুবই বিরাট পরিমাণে এইসব পণ্য বানায়। চিন থেকে ১৫ মিলিয়ন এমন সামগ্রী ভারতে সরবরাহের বিপুল তোড়জোড় চলছে বলে জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement