India Weather update: শীতে বৃষ্টিপাতের রেকর্ড দিল্লিতে, মাঘের প্রবল ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত
Weather Updates India: জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে হাইওয়ে, তার অনেকটা অংশ ৫ ইঞ্চি বরফের তলায়। পিছিয়ে নেই হিমাচলও।
নয়া দিল্লি: মাঘের দ্বিতীয় সপ্তাহে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। এদিকে, শীতে বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দিল্লি। ভেঙে গিয়েছে ১২১ বছরের রেকর্ড। মৌসম ভবন সূত্রে খবর, দিল্লিতে ৮৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে, মানচিত্রের আরও একটু উপরের দিকে তো বরফে জমে যাওয়ার অবস্থা। কাশ্মীরের কুলগামে পারদ শূন্যের নীচে, গুলমার্গের তাপমাত্রা দেখাচ্ছে মাইনাস ৭ ডিগ্রি।
জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে হাইওয়ে, তার অনেকটা অংশ ৫ ইঞ্চি বরফের তলায়। পিছিয়ে নেই হিমাচলও। পর্যটকপ্রিয় সিমলায় বরফ পড়ছে। ২টি জাতীয় সড়ক ও রাজ্যের ১৪৭টি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিতে হয়েছে। ডালহৌসি ভেঙেছে তুষারপাতের রেকর্ড। উত্তরাখণ্ডের নৈনিতাল, মুসৌরিতেও দফায় দফায় তুষারপাত হচ্ছে।
এদিকে, বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ রেখা অবস্থান করছে।তার প্রভাবে আজও রাজ্যজুড়ে বৃষ্টি। কাল থেকে বৃষ্টি কমবে। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা চলছেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আকাশ মেঘলা থাকায় বাড়ছে না দিনের তাপমাত্রা। বৃষ্টির ভ্রুকুটি কাটলে বুধবার থেকে ফের পারদ নামার সম্ভাবনা।
আরও পড়ুন, রাস্তায় কুকুরকে খাওয়ানো ঘিরে বচসা, অধ্যাপিকাকে শ্লীলতাহানির অভিযোগ
অন্যদিকে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। পূবালী হাওয়ার সংস্পর্শে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। এই মেঘ থেকেই বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা। রাজ্যজুড়ে আজ মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বহু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শিলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। শীতের আমেজ বাড়ছে বাঁকুড়ায়।
পাশাপাশি, হাড়কাঁপানো ঠান্ডায় জুবুথুবু দার্জিলিং। এক হাত দূরের মানুষকেও যাচ্ছে না দেখা। আজ হতে পারে তুষারপাতও। দিনভর বৃষ্টির সম্ভাবনা। কাল থেকেই কুয়াশায় মুখ ঢেকেছে পাহাড়। শৈলশহরের যেন শীতঘুম ভাঙছেই না। গুটিকয়েক পর্যটকও ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন। চেটেপুটে নিচ্ছেন বছর-শুরু শীতের আমেজ।