(Source: Poll of Polls)
Donald Trump: ভারতকে 'আরও মূল্য' দিতে হবে! রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ফের হুঁশিয়ারি ট্রাম্পের!
Donald Trump on India: মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি।'

নয়া দিল্লি: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর আরও বাড়বে করের বোঝা? শুল্কযুদ্ধের মধ্যে ফের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে ট্রাম্প সতর্ক করেছেন, যদি ভারত তা না করে, তাহলে ‘বিপুল’ শুল্ক দেওয়া থেকে নিস্তার নেই।
মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। তিনি বলেন, রাশিয়ার থেকে ভারত আর তেল কিনবে না। ভারতের পক্ষ থেকে বলা হয়, মোদি ও ট্রাম্পের মধ্যে এ ধরনের কথোপকথন সম্পর্কে তারা অবগত নয়। এর জবাবে ট্রাম্প বলেন, তারা যদি সেটি বলতে চায়, তাহলে বিপুল হারে শুল্ক দিতে হবে, যেটা তারা নিশ্চয়ই দিতে চাইবে না।'
রাশিয়ার কাছ থেকে তেল এবং যুদ্ধাস্ত্র কেনার শাস্তি হিসাবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা ৷ আসলে ট্রাম্পের দাবি, মস্কোর কাছ থেকে তেল কিনে নয়াদিল্লি তাদের আর্থিকভাবে সাহায্য করছে ৷ আর সেই অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে ভ্লাদিমির পুতিন ৷ সেকারণে 'বন্ধু' ভারতের উপর অতিরিক্ত শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ৷
মার্কিন–ভারত বাণিজ্যচুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার তেল। ট্রাম্পের অভিযোগ, ভারত রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। ভারতের পণ্যে ট্রাম্প যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, তার অর্ধেকই এই তেল কেনার শাস্তি।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর পশ্চিমা দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করে নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া অনেক ছাড় দিয়ে তেল বিক্রি শুরু করে। সমুদ্রপথে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে ভারত।
গত বুধবার ট্রাম্প বলেন, মোদি তাঁকে আশ্বস্ত করেছেন, ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে। তবে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, সেদিন দুই নেতার মধ্যে কোনো টেলিফোন আলাপের বিষয়ে তারা অবগত নয়। মন্ত্রক জানায়, ভারতের প্রধান উদ্বেগ হলো ‘দেশের ভোক্তা স্বার্থ সুরক্ষিত রাখা।’
ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে ভারত ৷ নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দেয়, দেশবাসীর প্রয়োজনে এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যেটা ঠিক, সেটাই করা হবে ৷























