5G Service : ৫জি পরিষেবার হাত ধরে আর্থিকভাবে কতটা লাভবান হবে ভারত ?
Indian Economy : সম্প্রতি গ্লোবাল ইন্ডাস্ট্রি বডির এক সমীক্ষায় উঠে এসেছে তথ্য
নয়া দিল্লি : একরাশ প্রত্যাশা নিয়ে দেশে উদ্বোধন করা হল 5G পরিষেবার। নয়া দিল্লির প্রগতি ময়দানে পঞ্চম প্রজন্মের অর্থাৎ 5G টেলিকমিউনিকেশন (Telecommunication) পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। যার বিশাল প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে। অন্তত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, 5G পরিষেবার হাত ধরে ২০২৩ থেকে ২০৪০ সালের মধ্যে ভারত প্রায় ৩৬.৪ ট্রিলিয়ন বা ভারতীয় মুদ্রায় ৩৬.৪ লক্ষ কোটি টাকা লাভ হতে চলেছে । সম্প্রতি গ্লোবাল ইন্ডাস্ট্রি বডির এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।
৫জি প্রযুক্তির কারণে ভারত আগামীদিনে আরও দ্রুত গতির ডেটা সরবারহ করতে পারবে। পাশাপাশি বাধামুক্ত ভিডিয়োর জন্য প্রস্তুত হচ্ছে টেলিকম কোম্পানিগুলি। এই পরিষেবাগুলি আসার পরে মানুষ স্মার্ট অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ক্লাউড গেমিং সবই পাবেন। এমনকী গ্রাহকরা অনলাইনে কেনাকাটার সময়ও সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পাবেন। সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আমূল বদল আসবে।
৫জি পরিষেবার সুবিধা-
সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ৫জি পরিষেবা ভারতে নতুন আর্থিক সুযোগ নিয়ে আসবে, উপকৃত হবে সমাজ। ভারতের একটি রূপান্তরকারী শক্তি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এটি দেশকে উন্নয়নের প্রথাগত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। স্টার্টআপ এবং ব্যবসায়িক উদ্যোগগুলিকে উৎসাহিত করবে এবং সেইসাথে 'ডিজিটাল ইন্ডিয়া' কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে।
প্রাথমিকভাবে কলকাতা সহ দেশের ১৩টি শহরে এই পরিষেবা চালু হবে। দিল্লি, কলকাতা, আমদাবাদ, চেন্নাই, মুম্বই, পুণে সহ ১৩ শহরে পাওয়া যাবে পরিষেবা। এরপর ধাপে ধাপে দেশজুড়ে চালু হবে। প্রথম দফার পর ছোট শহরগুলিতেও চালু হবে ফাইভ জি পরিষেবা। এর সুবিধে পাওয়া যাবে বাড়ি, শিল্পক্ষেত্র, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষাক্ষেত্র, লাইফস্টাইল-এ। 4-G’র থেকে ২০ গুণ বেশি স্পিড 5-G-র। ৩ ঘণ্টার সিনেমা ২ সেকেন্ডে ডাউনলোড করা যাবে। বাফারিং ছাড়াই ভিডিও চলবে। HD মানের ভিডিও-অডিও মিলবে। ঝঞ্ঝাটমুক্ত সংযোগ দেবে এই প্রযুক্তি। এটি কোটি কোটি ডিভাইসকে রিয়েল টাইমে ডেটা শেয়ার করতে সক্ষম করবে। পরিসংখ্যান বলছে, দেশের সর্ববৃহৎ টেলিকম স্পেকট্রাম নিলামে রেকর্ড ১.৫ লক্ষ কোটি টাকার দর পাওয়া গেছে। এতে, শিল্পপতি মুকেশ আম্বানির জিও ৮৭,৯৪৬.৯৩ কোটি টাকার দর হাঁকিয়ে সব স্পেকট্রামের প্রায় অর্ধেক অধিগ্রহণ করেছে।
আরও পড়ুন ; ৪জি-র থেকে ২০ গুণ বেশি গতি, দেশে ৫জি যুগের সূচনা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী