৪জি-র থেকে ২০ গুণ বেশি গতি, দেশে ৫জি যুগের সূচনা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
5G Launch Event: দেশে ৫জি যুগের শুরু। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুরু ৫জি পরিষেবা। একেবারে নতুন প্রযুক্তির সাক্ষী হল দেশ।
5G Launch Event: দেশে ৫জি যুগের শুরু। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুরু ৫জি পরিষেবা। একেবারে নতুন প্রযুক্তির সাক্ষী হল দেশ। ৪জি প্রযুক্তির থেকে ২০ গুণ বেশি দ্রুত গতি হবে এই পরিষেবায়।
5G Service: কত দ্রুত পরিষেবা পাবেন আপনি ?
নতুন এই প্রযুক্তি বিপ্লবের পর মাত্র ৩ সেকেন্ডে ডাউনলোড করা যাবে ৩ ঘণ্টার সিনেমা। এখানেই শেষ নয় , ২০ জিবিপিএস স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারী। ফলে চোখের পলকে ভিডিয়ো থেকে অনলাইনের কাজ করা যাবে সহজেই।
5G দিয়ে ভারত কীভাবে বদলে যাবে ?
২০৩৫ সালের মধ্যে ভারতে 5G-র বিপুল আর্থিক প্রভাব পড়বে। অনুমান করা হচ্ছে, ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত চলে যাবে 5G সম্পর্কিত ব্যবসা। 4G-এর তুলনায়, 5G নেটওয়ার্ক (5G নেটওয়ার্ক) অনেক গুণ দ্রুত গতি দেয়। ঝঞ্ঝাটমুক্ত সংযোগ দেবে এই প্রযুক্তি। এটি কোটি কোটি ডিভাইসকে রিয়েল টাইমে ডেটা শেয়ার করতে সক্ষম করবে। পরিসংখ্যান বলছে, দেশের সর্ববৃহৎ টেলিকম স্পেকট্রাম নিলামে রেকর্ড ১.৫ লক্ষ কোটি টাকার দর পাওয়া গেছে। এতে, শিল্পপতি মুকেশ আম্বানির জিও ৮৭,৯৪৬.৯৩ কোটি টাকার দর হাঁকিয়ে সব স্পেকট্রামের প্রায় অর্ধেক অধিগ্রহণ করেছে।
পাশাপাশি গৌতম আদানি গ্রুপ এই প্রক্রিয়ায় ৪০০ MHz-এর জন্য ২১১.৮৬ কোটি টাকা বিড করেছে। তবে এটি পাবলিক টেলিফোন পরিষেবার জন্য ব্যবহৃত হবে না। টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেল এই ৫জি নিলামে ৪৩,০৩৯.৬৩ কোটি টাকার একটি সফল বিড করেছে। যেখানে ভোডাফোন-আইডিয়া ১৮,৭৮৬.২৫ কোটি টাকায় স্পেকট্রাম কিনেছে।
এই ৫জি প্রযুক্তির কারণে ভারত আগামীদিনে আরও দ্রুত গতির ডেটা সরবারহ করতে পারবে। পাশাপাশি বাধামুক্ত ভিডিয়োর জন্য প্রস্তুত হচ্ছে টেলিকম কোম্পানিগুলি। এই পরিষেবাগুলি আসার পরে মানুষ স্মার্ট অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ক্লাউড গেমিং সবই পাবেন। এমনকী গ্রাহকরা অনলাইনে কেনাকাটার সময়ও সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পাবেন।
PM Narendra Modi Will Launch 5G: পঞ্চম প্রজন্মের অর্থাৎ 5G টেলিকমিউনিকেশন পরিষেবাগুলি কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইল ও অন্যান্য ডিভাইসে উচ্চ-মানের দীর্ঘ-মেয়াদি ভিডিও বা মুভি ডাউনলোডের সুবিধা দেবে। এটি এক বর্গকিলোমিটারে প্রায় এক লাখ কমিউনিকেশন ডিভাইস সাপোর্ট করবে। পরিষেবাটি সুপারফাস্ট গতি (4G-এর চেয়ে প্রায় ১০ গুণ দ্রুত), সংযোগের বিলম্ব কমিয়ে বিলিয়ন ডিভাইস জুড়ে রিয়েল-টাইমে ডেটা শেয়ারিং সক্ষম করবে৷ এটি 3D হলোগ্রাম কলিং, মেটাভার্স অভিজ্ঞতা ও শিক্ষার অ্যাপ্লিকেশনগুলিকে এক অন্য মাত্রা দেবে।