School bomb threats : ' স্কুলে শক্তিশালী বোমা', হুমকি মেল, বেঙ্গালুরু জুড়ে বোমাতঙ্ক
Karnataka Bengaluru Blast Threat : ৭টি স্কুলে হুমকি দিয়ে ই-মেল, এএনআই সূত্রে খবর। সকাল ১১টা নাগাদ ৭টি স্কুলে এসেছে ই-মেল ।
বেঙ্গালুরু : কর্ণাটকের বেঙ্গালুরু জুড়ে বোমাতঙ্ক । ৭টি স্কুলে হুমকি দিয়ে ই-মেল, এএনআই সূত্রে খবর। সকাল ১১টা নাগাদ ৭টি স্কুলে এসেছে ই-মেল । স্কুলগুলিতে শক্তিশালী বোমা রাখা আছে বলে ই মেলে হুমকি ( bomb threats) , খবর এএনআই সূত্রে।
সব স্কুলে তল্লাশি চলছে, স্কুল থেকে সরানো হয়েছে পড়ুয়াদের। ।পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, জানাল বেঙ্গালুরু সিটি পুলিশ ( Bengaluru City Police । প্রতিটি স্কুলে পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।
শেষ পাওয়া খবর অনুসারে, দুটি স্কুলে তল্লাশি সম্পন্ন করেছে। ২টি স্কুলকেই বিপদ মুক্ত ঘোষণা করা হয়েছে। (বেঙ্গালুরু পূর্বের অতিরিক্ত পুলিশ কমিশনার সুব্রামন্যেশ্বরা রাও জানিয়েছেন, “ইমেলটি ভুয়ো। কিন্তু আমরা এটিকে গুরুত্ব সহকারেই নিচ্ছি ” ।
কী কী পদক্ষেপ করা হচ্ছে
হুমকি পাওয়া সব স্কুল খালি করেছে পুলিশ। কয়েকটি স্কুলে তল্লাশি চলছে । যে স্কুলগুলি হুমকি ইমেল পেয়েছে সেগুল হল
- দিল্লি পাবলিক স্কুল, সুলাকুন্তে
- গোপালন ইন্টারন্যাশনাল স্কুল, মহাদেবপুরা
- নিউ একাডেমি স্কুল, মারাঠাহল্লি
- ইবেনেজার ইন্টারন্যাশনাল স্কুল, ইলেকট্রনিক্স সিটি
- সেন্ট ভিনসেন্ট প্যালোটি স্কুল, হেন্নুর
#UPDATE | Karnataka: As of now, bomb threat mail has been received by schools. Local jurisdictional police searching/checking the spot. Bomb checking squad is also on spot. Mail has been received, and our personnel will check it: Kamal Pant, Commissioner of Police Bengaluru City pic.twitter.com/yMm6PfXEcp
— ANI (@ANI) April 8, 2022
- ইন্ডিয়ান পাবলিক স্কুল, গোবিন্দপুরা
ডাঃ রাও বলেন, ইমেইলের উৎস খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে।
ইমেলের বয়ান মোটামুটি এমন
"আপনার স্কুলে শক্তিশালী বোমা লাগানো হয়েছে, মনোযোগ দিয়ে খেয়াল করুন। একটি রসিকতা নয়। আপনার বিদ্যালয়ে একটি খুব শক্তিশালী বোমা লাগানো হয়েছে, অবিলম্বে পুলিশ ডাকুন, শত প্রাণ নষ্ট হতে পারে। দেরি করবেন না। এখন সবই আপনার হাতে!''