(Source: ECI/ABP News/ABP Majha)
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন না বাড়ি ভাড়া ভাতা ! যদি করেন এই কাজ
HRA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য় বড় খবর। এই নিয়মের বাইরে কাজ করলে পাবেন না বাড়ি ভাড়া ভাতা। সম্প্রতি এমনই নতুন নির্দেশিকা জারি করেছে সরকার।
HRA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য় বড় খবর। এই নিয়মের বাইরে কাজ করলে পাবেন না বাড়ি ভাড়া ভাতা। সম্প্রতি এমনই নতুন নির্দেশিকা জারি করেছে সরকার। জেনে নিন, কী রয়েছে সেই নিয়মে।
Salary News: তাহলে কি বাড়ি ভাড়া ভাতা তুলে দেওয়া হল ?
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিয়ে সম্প্রতি বড় খবর সামনে এসেছে। অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ একটি নির্দেশিকা জারি করেছে। এর আওতায় এখন কিছু কর্মচারী বাড়ি ভাড়া ভাতা (HRA)সুবিধা দেওয়া হবে না। আপনিও যদি একজন সরকারি চাকুরীজীবী হন, তাহলে জেনে নিন এর সুফল আপনি পাবেন কি না ?
7th Pay Commission Update: এখন HRA পাবেন না এই সরকারি কর্মীরা
অর্থমন্ত্রকের ব্যয় দফতরের জারি করা নির্দেশিকা অনুসারে, যদি কোনও কেন্দ্রীয় কর্মচারী এখন বরাদ্দ বাসস্থান অন্য কারও সঙ্গে ভাগ করে নেন, তবে তিনি বাড়ি ভাড়া ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। এর পাশাপাশি, যদি কোনও কেন্দ্রীয় কর্মচারী বাবা-মা, ছেলে, মেয়ের জন্য বরাদ্দ বাড়িতে থাকেন তবে তাঁকে বাড়ি ভাড়া ভাতার সুবিধা দেওয়া হবে না।
HRA News: এই লোকদের বাড়ি ভাড়া ভাতাও দেওয়া হবে না
যদি কোনও সরকারি কর্মচারী সরকারি কোয়ার্টারে বসবাস করেন, সরকারি বাড়িতে আলাদাভাবে বসবাস করেন বা ভাড়ায় থাকেন, তবে তাঁরা বাড়ি ভাড়া ভাতা পাওয়ার অধিকারী হবেন না।
Salary News: কত HRA দেওয়া হয় সরকারি কর্মচারীদের ?
বাড়ি ভাড়া ভাতা (HRA) দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় কর্মচারীদের বিভিন্ন বিভাগে ভাগ করা হয়। সেই ক্ষেত্রে X,Y, Z বিভাগে ভাগ করা হয়েছে। 7ম বেতন কমিশনের অধীনে X শ্রেণির কর্মচারীদের ২৪ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। ওয়াই ক্যাটাগরির কর্মীদের ১৬ শতাংশ হারে ও জেড ক্যাটাগরির কর্মীদের ৮ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়
7th Pay Commission News:
X ক্যাটাগরিতে ৫০ লাখের বেশি জনসংখ্যা সহ এলাকায় বসবাসকারী কর্মচারী রয়েছে। ওয়াই ক্যাটাগরিতে ৫ লাখ থেকে ৫০ লাখের মধ্যে জনসংখ্যা রয়েছে এমন এলাকার কর্মচারী রয়েছে। সেখানে Z ক্যাটাগরিতে ৫ লাখের কম জনসংখ্যার এলাকায় বসবাসকারী কর্মচারীদের ধরা হয়।
Paternity Leave: বাবা হওয়ার পর পুরুষ কর্মীরা পাবেন ৩ মাসের ছুটি,সুবিধা দিচ্ছে এই কোম্পানি