7th Pay Commission: উৎসবের মরসুমে সুখবর, ৭৮ দিনের অগ্রিম বোনাস পাবেন রেলকর্মীরা
এই বোনাস খাতে কেন্দ্রের কোষাগার থেকে প্রায় ১,৯৮৫ কোটি টাকা খরচ হবে।
নিউদিল্লি: রেল কর্মীদের জন্য় সুখবর দিল ভারতীয় রেলওয়ে। ২০২০-২১ অর্থবর্ষে নন-গেজেটেড রেলকর্মীদের প্রোডাক্টিভিটি বোনাসের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যদিও এই বিশেষ বোনাস পাবেন না আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএসএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের কর্মীরা। বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি এ দিন জানিয়েছেন, সেই সিদ্ধান্তের ফলে লাভবান হবেন প্রায় ১১.৫৬ লাখ নন-গেজেটেড রেলকর্মী। এই বোনাস খাতে কেন্দ্রের কোষাগার থেকে প্রায় ১,৯৮৫ কোটি টাকা খরচ হবে।
Union Cabinet approves Productivity Linked Bonus equivalent to 78 days' wage to eligible non-gazetted Railway employees (excluding RPF/RPSF personnel) for FY20-21. About 11.56 lakh non-gazetted Railway employees are likely to benefit from the decision:Union Minister Anurag Thakur pic.twitter.com/cv7IDkulZb
— ANI (@ANI) October 6, 2021
এদিন একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'রেলমন্ত্রকের কর্মীদের মনোবল বাড়াতে, তাঁদের কাজে উৎসাহ দিতে প্রতি বছরই এই বোনাস দেওয়া হয়। এবারও সেই কারণেই বোনাস দিচ্ছি আমরা। দেশের লক্ষ লক্ষ রেলকর্মীর সারা বছরের পরিশ্রমের উপহার পাচ্ছে তাঁদের পরিবার।
The Union Cabinet today approved the Productivity Linked Bonus (PLB) equivalent to 78 days' wages for the FY 2020-21 for all eligible non-gazetted Railway employees. About 11.56 lakh non-gazetted Railway employees are likely to benefit from the decision.https://t.co/YIIShFzVdN pic.twitter.com/rd2vwuKTIo
— Ministry of Railways (@RailMinIndia) October 6, 2021