(Source: ECI/ABP News/ABP Majha)
International Flight Update: সাত দিনের কোয়ারান্টিন বাধ্যতামূলক, বিদেশফেরতদের জন্য নয়া নিয়ম
International Flight Update: ১১ জানুয়ারি মধ্যরাত থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নয়াদিল্লি: ওমিক্রনের (COVID Variant Omicron) প্রকোপেই লাফিয়ে সংক্রমণ (Daily COVID Cases) বাড়ছে বলে আশঙ্কা চিকিসকদের। এমন পরিস্থিতিতে বিদেশফেরত এবং বিদেশি যাত্রীদের (International Passengers) জন্য নয়া কোভিড বিধি (COVID Guidelines for International Travellers) ন্দ্রের। বলা হয়েছে, ভারতে পা রেখেই বাড়িতে সাত দিন কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূলক। ১১ জানুয়ারি মধ্যরাত থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিদেশফেরত এবং বিদেশি যাত্রীদের জন্য শুক্রবার এই নয়া নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। তাতে বলা হয়েছে, উড়ানের ১৪ দিন আগে এয়ার সুবিধা পোর্টালে গিয়ে করোনা এবং টিকা সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে। সাম্প্রতিক কালে কোন কোন জায়গা বা দেশে গিয়েছেন, তারও বিশদ তথ্য জানাতে হবে।
উড়ানের ৭২ ঘন্টা আগে আরটিপিসিআর টেস্ট করাতে হবে। তাতে কোভিড রিপোর্ট নেগেটিভ হলে, তারও একটি কপি আপলোড করতে হবে পোর্টালে। তাতে কোনও রকম অসঙ্গতি ধরা পড়লে কড়া আইনি পদক্ষেপ করবে সরকার।
এছাড়াও, ভারতে এসে কোয়ারান্টিন-সহ অন্য বিধি নিষেধ-সহ সরকারি সিদ্ধান্ত মেনে চলবেন, এমন মুচলেকাও দিতে হবে আন্তর্জাতিক যাত্রীদের। বিপজ্জনক হিসেবে যে দেশগুলি চিহ্নিত, সেখান থেকে আসা যাত্রীদের বাড়তি কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন, বিমানবন্দরে নেমেই করোনা পরীক্ষা করাতে হবে তাঁদের। সংশ্লিষ্ট বিমান সংস্থাকেই বিপজ্জনক দেশ থেকে আসা যাত্রীদের চিহ্নিত করতে হবে। ওই সমস্ত যাত্রীদের রিপর্টকে প্রাধান্য দিতে হবে ল্যাবগুলিকে। বিমানবন্দরে পরীক্ষায় নেগেটিভ হলেও, সাত দিন বাড়িতে কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূলক।
অষ্টম দিনে আরটিপিসিআর পরীক্ষা করিয়ে রিপোর্টও পোর্টালে আপলোড করতে হবে।সেই রিপোর্ট নেগেটিভ এলেও আরও সাত দিন পর্যবেক্ষণে থাকতে হবে সকলকে। আর বিদেশফেরতদের রিপোর্ট পজিটিভ হলে নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো বাধ্যতামূলক।সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করতে হবে।
কোয়ারান্টিনে থাকাকালীন যদি করোনার উপসর্গ দেখা দেয় বা রিপোর্ট পজিটিভ আসে তৎক্ষণাৎ নিভৃতবাসে যেতে হবে। হেল্পলাইন নম্বর ১০৭৫ অথবা সংশ্লিষ্ট রাজ্যের কোভিড হেল্পলাইনে যোগাযোগ করে তার ব্যবস্থা করতে হবে আক্রান্তদের।
জলপথ বা সড়ক পথে অন্য দেশ থেকে যাঁরা আসছেন, তাদের জন্যও একই নিয়ম প্রযোজ্য। শুধু অনলাইন পোর্টালে নথিভুক্তিকরণের সুবিধা নেই। বন্দর বা চেকপোস্টে সমস্ত নথি দিয়ে ভারতে পা রাখতে পারবেন তাঁরা।
তবে অন্য দেশ থেকে আসা ৫ বছরের কম বয়সি ছেলেমেয়েদের ক্ষেত্রে উড়ানের আগে এবং অবতরণের পর করোনা পরীক্ষা করানো বাধ্যতামূলক নয়। তবে বিমান থেকে নামার পর বা কোয়ারান্টিনে থাকার পর উপসর্গ দেখা গেলে করোনা পরীক্ষা করাতে হবে এবং কোভিড বিধি মেনে চলতে হবে।
আক্রান্তদের পাশের আসনে বসা যাত্রী, সামনে-পিছনের তিন সারির যাত্রী এবং বিমানকর্মীদের সন্দেহভাজনের তালিকায় রাখা হবে। আক্রান্তদের সংস্পর্শে এসেছেন যাঁরা, তাঁদের সকলেরও ১৪ দিন কোয়ারান্টিনে কাটানো বাধ্যতামূলক।