ভারী বর্ষণের জের, ভেসে গেল দেহরাদুন-হৃষিকেশ সড়কের একাংশ, দেখুন সেই ভিডিও
যাতায়াতের সুবিধার জন্য দেরাদুন-রানিপোখরি-হৃষিকেশে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল। ভারী বৃষ্টির জেরে ভেসে গেল সেই রাস্তারই একটা অংশ।
নয়াদিল্লি: গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছিলই। আর তার জেরেই এবার ভেসে গেল রাস্তার একটা অংশ। যাতায়াতের সুবিধার জন্য দেরাদুন-রানিপোখরি-হৃষিকেশে (Dehradun-Rishikesh) বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল। ভারী বৃষ্টির জেরে ভেসে গেল সেই রাস্তারই একটা অংশ।
গতকাল, সোমবার রাত থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে। বন্যা পরিস্থিতির জেরে ভেসে যায় ওই রাস্তার একাংশ। দেহরাদুন থেকে হৃষিকেশে যাওয়ার রাস্তা হিসেবে ফ্লাইওভার ব্যবহার করা হত। রানিপোখারির কাছে ওই ফ্লাইওভার বন্ধ হয়ে যাওয়ার পর বিকল্প হিসেবে ওই রাস্তা তৈরি করা হয়। সংবাদ সংস্থা এএনআইতে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে ভেসে যাচ্ছে সব কিছু। এমনকী ওই ভিডিওতে দেখা যাচ্ছে জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়িও।
গত ২৭ অগাস্ট রানিপোখারির কাছে দেহরাদুন-হৃষিকেশে ফ্লাইওভার বন্ধ হয়ে যায়। একটি ভিডিওতে দেখা যায়, কার্যত কচ্ছপের গতিতে এগোচ্ছে ট্রাক। ভাঙা ব্রিজের নিচে একাধিক গাড়ি আটকে পড়ে। গতকাল, বন্যা কবলিত জুম্মা গ্রামে পরীক্ষা-নিরীক্ষা করতে যান ভূ-তত্ত্ববিদরা। ভারী বর্ষণে ভেসে গিয়েছে একাধিক বাড়িও। প্রবল বৃষ্টির জেরে গত কয়েকদিন বেড়েছে নদীর জলস্তর। বন্যার জেরে ওই গ্রামে ৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ২।
আরও পড়ুন: Viral Snake Video: সাপের 'ইউ-টার্ন', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাপ ধরার ভিডিও
ভূত্ত্ববিদদের ওই দলের প্রতিনিধি দলের অন্যতম প্রদীপ কুমার বলেন, গত ২৯ অগাস্ট নালাপানির নিচের অংশ থেকে ধস শুরু হয়। জুম্মা সহ একাধিক জেলার সাধারণ মানুষ ধসের জেরে সমস্যায় পড়েছেন। তার ফলে ওই গ্রামের বাসিন্দাদের অন্য গ্রামে স্থানান্তরিত করা হয়েছে। তিনি জানিয়েছেন, ভেঙে গিয়েছে একাধিক বাড়ি। ২২ পরিবারকে উদ্ধার করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরাখণ্ড পুলিশ।