Amit Shah On Hindi : বিভিন্ন রাজ্যের মানুষের কথা বলা উচিত হিন্দিতে, ইংরেজিতে নয় : অমিত শাহ
Amit Shah : ' অন্যান্য আঞ্চলিক ভাষা থেকে শব্দ গ্রহণ করে হিন্দিকে নমনীয় না করে তুললে তার প্রসার হবে না '
নয়া দিল্লি : ফের হিন্দি ভাষার পক্ষে সওয়াল করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দি ভাষাকেই ইংরেজির বিকল্প হিসেবে গ্রহণ করা উচিত। অন্যান্য আঞ্চলিক ভাষা থেকে শব্দ গ্রহণ করে হিন্দিকে নমনীয় না করে তুললে তার প্রসার হবে না। বৃহস্পতিবার এই খবর দিয়েছে সংবাদ সংস্থা ANI।
সরকারি ভাষা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান অমিত শাহ। বৃহস্পতিবার ছিল কমিটির ৩৭তম বৈঠক। সেখানে অমিত শাহ বলেন, সরকারি ভাষাকে দেশের ঐক্যের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করার সময় এসেছে।
Home Minister @AmitShah says Hindi should be accepted as an alternative to English and not to local languages; Presides over 37th meeting of the Parliamentary Official Language Committee. pic.twitter.com/I2iv8vl789
— All India Radio News (@airnewsalerts) April 8, 2022
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিভিন্ন রাজ্যের লোকেদের একে অপরের সঙ্গে হিন্দিতে কথা বলা উচিত, ইংরেজিতে নয়। “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিদ্ধান্ত নিয়েছেন যে সরকার পরিচালনার মাধ্যম হবে সরকারি ভাষা, এবং এটি অবশ্যই হিন্দির গুরুত্ব বাড়িয়ে দেবে। এখন সময় এসেছে সরকারি ভাষাকে দেশের ঐক্যের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম করে তোলা। যখন বিভিন্ন রাজ্যের মানুষরা, যাঁরা অন্য ভাষায় কথা বলেন, তাঁরা একে অপরের সঙ্গে যোগাযোগ করুন হিন্দিতেট ।
অমিত শাহ অবশ্য স্পষ্ট করে দোন, হিন্দিকে ইংরেজির বিকল্প হিসেবে গ্রহণ করা উচিত, স্থানীয় ভাষা নয়। অন্যান্য আঞ্চলিক ভাষা থেকে শব্দ গ্রহণ করে হিন্দিকে নমনীয় না করে তুললে তার প্রসার হবে না।
Hindi should be accepted as an alternative to English and not to local languages: Amit Shah
— ANI Digital (@ani_digital) April 7, 2022
Read @ANI Story | https://t.co/kNCUpxDiI1#AmitShah #English #Hindi pic.twitter.com/90xPTf8qJ5