![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Amit Shah Update: ‘যে কোনও সময় ফোন করতে পারেন’, জম্মুর বাসিন্দাকে নিজের নম্বর দিলেন অমিত শাহ
সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর ওয়েস্টার্ন কম্যান্ডের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) এনএস জামওয়াল রবিবার বলেন যে, অমিত শাহর সফর জওয়ানদের মনে উদ্দীপনার সঞ্চার করেছে।
![Amit Shah Update: ‘যে কোনও সময় ফোন করতে পারেন’, জম্মুর বাসিন্দাকে নিজের নম্বর দিলেন অমিত শাহ Amit Shah Shares Phone Number With A Local Resident At Jammu Border, Says Can Contact Anytime Amit Shah Update: ‘যে কোনও সময় ফোন করতে পারেন’, জম্মুর বাসিন্দাকে নিজের নম্বর দিলেন অমিত শাহ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/25/87c79a48bbd430f817d3466f869fe6d4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: তিন দিনের জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরইমধ্যে জম্মু সামীনায় মাওয়ালের এক স্থানীয় বাসিন্দাকে তাঁর ফোন নম্বর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে অমিত শাহ বললেন, যখন খুশি ফোন করতে পারেন তিনি।
সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর ওয়েস্টার্ন কম্যান্ডের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) এনএস জামওয়াল রবিবার বলেন যে, অমিত শাহর সফর জওয়ানদের মনে উদ্দীপনার সঞ্চার করেছে। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরের মাকওয়াল সীমান্তে ফরোয়ার্ডিং এলাকাগুলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর জওয়ানদের কাছে গর্বের বিষয়।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জামওয়াল বলেছেন, বিএসএফ পোস্টে অমিত শাহর সফর ও জওয়ানদের সঙ্গে তাঁর কথাবার্তা একটা গর্বের বিষয়। আমাদের কথা শুনেছেন তিনি। আমরা সীমান্ত সংক্রান্ত বিষয়ে কথা বলেছি। সীমান্তে আমাদের কাজকর্ম নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
এডিজি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে জওয়ানদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের সমস্যা সম্পর্কে শুনেছেন, তা আমাদের কাছে দারুণ উৎসাহের ব্যাপার। এতে জওয়ানদের ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং তাঁদের মনোবল বাড়বে।
২০১৯-এর অগাস্টে ৩৭০ ধারা বিলুপ্তির পর এই প্রথম তিনদিনের জম্মু ও কাশ্মীর সফর অমিত শাহর। উল্লেখ্য, সম্প্রতি জঙ্গিদের আক্রমণে বেশ কয়েকজন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। জঙ্গিদের এই হত্যাকাণ্ডের মধ্যেই উপত্যকা সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিদের এই নৃশংস হত্যালীলা উপত্যকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।
জম্মু ও কাশ্মীর সফরে এসে অমিত শাহ সেখানে মাল্টি-ডিসিপ্লিনারি রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন এং জম্মুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-র তৃতীয় পর্যায়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
ভোটের পর রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। তিন দিনের জম্মু-কাশ্মীর সফরে গিয়ে এর আগে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকার পরিস্থতি নিয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
২০১৯-এর ৫ অগাস্ট, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার।এর প্রায় ২ বছর ৩ মাসের মাথায় জম্মু কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)