Andhra Pradesh Update: আম্বেদকরের নামে জেলার নাম কেন! বিক্ষোভের আগুনে জ্বলছে অন্ধ্র, আগুন মন্ত্রী-বিধায়ের বাড়িতে
Amalapuram Violence: নবগঠিত কোনাসীমা জেলার নতুন নামকরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। নতুন নাম বি আর আম্বেদকর কোনাসীমা জেলা (BR Ambedkar) রাখার প্রস্তাব দেওয়া হয় তাতে।
অমরাবতী: জেলার নামকরণ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh News)। শান্তিপূর্ণ মিছিল দিয়ে প্রতিবাদ শুরু হলেও অচিরেই তা হিংসাত্মক আকার ধারণ করল। আমলাপুরমে (Amlapuram Violence) আগুন ধরিয়ে দেওয়া হল রাজ্যের মন্ত্রী, বিধায়কের বাসভবনে। বাধা দিতে গিয়ে আহত হলেন একাধিক পুলিশকর্মী। জ্বালিয়ে দেওয়া হল রাস্তায় দাঁড়িয়ে থাকা সারি সারি গাড়ি। লাঠিচার্জ করতে গেলে বিক্ষোভকারীদের হাতে মার খেয়ে কার্যত পিঠ বাঁচাতে হল পুলিশকেই।
জেলার নতুন নাম ঘিরে অশান্তি
নবগঠিত কোনাসীমা জেলাকে (Konaseema District) ঘিরেই বিক্ষোভের সূত্রপাত। গত ৪ মে ইস্ট গোদাবরীকে থেকে কোনাসীমা নামের নতুন জেলাটি তৈরি হয়। এর পর, ১৮ মে নবগঠিত ওই জেলার নতুন নামকরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। কোনাসীমার নতুন নাম বি আর আম্বেদকর কোনাসীমা জেলা (BR Ambedkar) রাখার প্রস্তাব দেওয়া হয় তাতে। আমলাপুরমকে জেলা সদর দফতর হবে বলে দেওয়া হয় প্রস্তাব। কোনও আপত্তি থাকলে জানাতে বলা হয়। সবার মতামত পেলে ৩০ দিন পর চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানায় রাজ্য সরকার।
কিন্তু ওই বিজ্ঞপ্তির বিষয়টি সামনে আসতেই পরিস্থিতি তেতে উঠতে শুরু করে। প্রথমে নেটমাধ্যমে এর বিরুদ্ধে নিয়ে জনমত গড়ে উঠতে দেখা যায়। তার পর দফায় দফায় প্রতিবাদ, বিক্ষোভ নেমে আসে রাস্তায়। পরিস্থিতি চরম আকার ধারণ করে মঙ্গলবার। রাজ্যের পরিবহণ মন্ত্রী পি বিশ্বরূপের বাসভবনের সামনে জড়ো হয় উত্তেজিত মানুষের ভিড়। কোনও কিছুর তোয়াক্কা না করে মন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ করে ওই ভিড়। বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটবৃষ্টি শুরু হয়।
আরও পড়ুন: Rail Strike: ৩১মে কর্মবিরতির ডাক, শামিল ৩৫০০০ স্টেশন মাস্টার, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করতে গেলে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। তাতে কমপক্ষে ২০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশের বহু গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পোড়ানো হয়েছে একটি স্কুলবাসও। এ ছাড়াও রাস্তায় দাঁড়িয়ে থাকা সারি সারি গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মন্ত্রীর বাড়ির একটি আসবাবও আর অক্ষত নেই। বিক্ষোভের আঁচ পেয়ে আগেই মন্ত্রী এবং তাঁর পরিবারকে অ্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাই প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। নইলে যে ভআবে মূল ফট ভেঙে বাসভবনে ঢুকে আসেন বিক্ষোভকারীরা, এক এক করে আসবাব, দরজা, জানলায় আগুন ধরানো হয়, তাতে কারও নিস্তার পাওয়ার সুযোগই ছিল না বলে দাবি পুলিশ-প্রশাসনের।
#WATCH | MLA Ponnada Satish's house was set on fire by protestors in Konaseema district in Andhra Pradesh today, the protests were opposing the naming of the district as Dr BR Ambedkar Konaseema district pic.twitter.com/XzJskKqhz3
— ANI (@ANI) May 24, 2022
এর পর হাজার হাজার মানুষের ওই ভিড় মিছিল করে জেলাশাসকের দফতরে পৌঁছে সেটির দখল নেয় বলে জানা গিয়েছে। কোনাসীমা পররীরক্ষণ সমিতি, কোনাসীমা সাধনা সমিতি, কোনাসীমা উদয়মা সমিতি এবং আরও বেশ কিছু সংগন ওই মিছিলে নেতৃত্ব দেয় বলে জানা গিয়েছে। কোনাসীমা ব্যাতীত অন্য কোনও নাম গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে তারা। পরে বিধায়ক পোন্নাডা সতীশএর বাড়িতেও আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
আম্বেদকরের নামে নামকরণে আপত্তি
অন্ধ্রপ্রদেশে দীর্ঘ দিন ধরেই আম্বেদকরের নামে কোনও একটি জেলার নামকরণের দাবি জানিয়ে আসছিলেন রাজ্যের দলিত নাগরিকদের একাংশ। দেশের সংবিধান যাঁর হাতে তৈরি, তাঁর নামে নামাঙ্কিত একটি জেলা থাকাও আবশ্যক বলে যুক্তি দেন তাঁরা। দীর্ঘ দিন তাতে কর্ণপাত না করলেও নবগঠিন কোনাসীমার নামা আম্বেদকরের নামে রাখার প্রস্তাব মনে ধরে রাজ্য সরকারের। সেই মতো মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি দু’দিনের সফর সেরে কোনাসীমা থেকে ফেরার পরই জারি করা হয় প্রাথমিক বিজ্ঞপ্তি। কিন্তু তাকে ঘিরে অশান্তি চরমে পৌঁছেছে।