Atul Subhash Suicide: সন্তানকে ব্যবহার করে জামিন পাওয়ার চেষ্টা ! মৃত অতুল সুভাষের স্ত্রীকে কড়া বার্তা আইনজীবীর
Atul Subhash Suicide Case: অতুল সুভাষের মা-বাবা শীর্ষ আদালতে আবেদন করেছেন যাতে তাঁর ৪ বছরের নাতির হেফাজত তারা পান। অতুলের ছেলের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।
উত্তরপ্রদেশ: অতুল সুভাষের মৃত্যুকে ঘিরে সারা দেশ জুড়ে চর্চা চলছে, স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়া ও তাঁর মাকে গ্রেফতার করেছে পুলিশ। বিচার বিভাগীয় হেফাজতে আছেন তারা। আর এরই মধ্যে জামিনের আবেদনও করেছেন মৃত অতুল সুভাষের প্রাক্তন স্ত্রী নিকিতা। জামিন পাওয়ার জন্য তিনি নাকি নিজের সন্তানকেও ব্যবহার করতে ছাড়ছেন না, এমনই অভিযোগ তুলেছেন অতুল সুভাষের (Atul Subhash Suicide) আইনজীবী। বেঙ্গালুরুর আইটি কর্মীর মৃত্যুর ঘটনায় অতুল সুভাষের আইনজীবী আকাশ জিন্দাল মুখ খুলেছেন সংবাদমাধ্যমের সামনে। তিনি আদালতের কাছে আবেদন (Atul Subash) করেছেন যাতে নিকিতা সিঙ্ঘানিয়া কোনোভাবেই সন্তানের কারণে জামিন না পান। তিনি জামিন পাওয়ার জন্য সন্তানকে ঢাল হিসেবেও ব্যবহার করতে পারেন। তাঁকে এই কাজ করার অনুমোদন কখনই দেওয়া উচিত নয়।
অন্যদিকে অতুল সুভাষের মা-বাবা শীর্ষ আদালতে আবেদন করেছেন যাতে তাঁর ৪ বছরের নাতির হেফাজত তারা পান। অতুলের ছেলের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। যদিও নিকিতা এবং তাঁর মা এখন অন্তরালে। তারা দুজনেই আদালতে জামিনের আবেদন করেছেন। আগামী ৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন রয়েছে। গতকাল সোমবারই তাঁর পিটিশন জমা হয়েছে আদালতে।
কী জানালেন অতুল সুভাষের আইনজীবী
এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে অতুল সুভাষের স্ত্রী জানান, 'নিকিতা ও তাঁর পরিবারের জামিনের আবেদন তালিকাভুক্ত হয়েছে আদালতে। অতুল তাঁর মৃত্যুর আগে রেকর্ড করা ভিডিয়োতে বলেছিলেন যে আইনি জটিলতা এড়াতে সন্তানকে ব্যবহার করতেও পিছপা হবেন না নিকিতা। এটা হতে দেওয়া যাবে না। কিন্তু এক্ষেত্রে বাস্তবে তাই হচ্ছে'। তিনি এও জানিয়েছেন যে নিকিতার আইনজীবী বিরোধিতা করে জানিয়েছেন যে তারা নাকি জোর করে সন্তানের হেফাজত নিতে চাইছেন। কিন্তু এটি আদপে সত্য নয়। নিকিতা এবং তাঁর পরিবার এখন জেলে, ফলে সেখানে সন্তানের দেখভাল করার মত কেউই নেই। নিকিতা এই ঘটনার পরে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন এবং সেই সময়েই পুলিশ তাঁকে গ্রেফতার করে। ফলে সন্তানের হেফাজত নিয়ে জামিন পেলে তিনি আবার নিরুদ্দেশ হবেন, এমনটাই মত অতুলের আইনজীবীর।
অতুলের আত্মহত্যার কারণ তাঁর স্ত্রী
অতুলের মা-বাবা অভিযোগ করেছেন, তাদের পুত্রবধূ নিকিতা তাঁর ছেলেকে লুকিয়ে রাখছেন। তাঁর কোনও খোঁজই পাওয়া যাচ্ছে না। ৯ ডিসেম্বর স্ত্রীর হেনস্থা ও তাঁর পরিবারের অকথ্য নির্যাতনের কারণেই আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হন অতুল।
আরও পড়ুন: Viral Video: পেট্রোল পাম্পের ভিতরেই 'বনফায়ার', আগুন জ্বালিয়ে চেয়ার পেতে বসে চালু খোশগল্প