Bank Closed Update: আগামী সপ্তাহে শুধুমাত্র কোনদিন ব্যাঙ্ক খোলা থাকবে?
চলতি অক্টোবর মাসের প্রথমার্ধে ব্যাঙ্ক বন্ধ ছিল এগারো দিন। আর সপ্তাহের শুরুর দিন সোমবার থেকে পরের সপ্তাহ পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে ৬ দিনই। ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।
নয়াদিল্লি : একদিকে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। অন্যদিকে দেশে চলছে উত্সবের মরশুম। চলতি অক্টোবর মাসের প্রথমার্ধে ব্যাঙ্ক বন্ধ ছিল এগারো দিন। আর সপ্তাহের শুরুর দিন সোমবার থেকে পরের সপ্তাহ পর্যন্ত ব্যাঙ্ক (Bank) বন্ধ থাকতে চলেছে ৬ দিনই। এমনই ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পক্ষ থেকে। ইতিমধ্যেই মাসের প্রথম পনেরো দিন কেটে গিয়েছে। তার মধ্যেই এগারো দিন বন্ধ ছিল ব্যাঙ্ক। বোঝাই যাচ্ছে, করোনা পরিস্থিতির মধ্যে দেশের মানুষকে ব্যাঙ্ক পরিষেবা পাওয়ার জন্য কতটা কাটখড় পোড়াতে হচ্ছে। অক্টোবর মাসের দ্বিতীয় পর্বটার শুরুর দিকে চোখ বোলালে চোখ ছানাবড়া হওয়ার জোগার।
আরও পড়ুন - Price Rise: পেঁয়াজ থেকে পটল, বাজারের চড়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের| Bangla News
১৭ অক্টোবর রবিবার ব্যাঙ্ক এমনিই বন্ধ। এবার ১৮ অক্টোবর সোমবার থেকে শুরু হচ্ছে নতুন একটা সপ্তাহ। এই সপ্তাহ শেষ হবে আগামী ২৪ অক্টোবর। আর ১৮ থেকে ২৪ অক্টোবর এই সাতদিনের ৬ দিনই ব্যাঙ্ক থাকবে বন্ধ। অবশ্য একসঙ্গে সারাদেশের ব্যাঙ্ক পরিষেবা সেভাবে বন্ধ থাকছে না। এক একটা দিন দেশের এক এক প্রান্তে ব্যাঙ্ক বন্ধ থাকছে। একবার চোখ বুলিয়ে নিন সামনের সপ্তাহে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে আর কোথায় বন্ধ থাকছে। জানুন কেনই বা বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই নিজের সুবিধা মতো যেদিনটায় ব্যাঙ্ক খোলা থাকবে সেদিন নিজের জরুরি কাজ অবশ্যই মিটিয়ে নিন। নাহলে সমস্যায় পড়তে পারেন।
আরও পড়ুন - মেধাতালিকায় অসঙ্গতি সহ একাধিক দুর্নীতির অভিযোগে অবস্থান এসএসসি চাকরি প্রার্থীদের
১৮ অক্টোবর সোমবার উত্তর পূর্বের রাজ্য অসমের গুয়াহাটিতে কাটি বিহু উত্সব। ১৯ অক্টোবর ইদ-ই-মিলাদ। এই উপলক্ষে নয়াদিল্লি, ভোপাল, আহমেদাবাদ, চেন্নাই, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, কানপুর, কোচি-সহ সব শহরেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। অক্টোবরের ২০ তারিখে বাল্মিকী জয়ন্তীর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে বেঙ্গালুরু, চণ্ডীগড়, সিমলা, কলকাতা এবং আগরতলায়। ২২ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ থাকবে জম্মু এবং শ্রীনগরে ইদ-ই-মিলাদ-আল-নবি উপলক্ষে। ২৩ অক্টোবর সারা দেশ জুড়েই বন্ধ থাকবে ব্যাঙ্ক। কারণ, ওই দিন মাসের চতুর্থ শনিবার। ২৪ অক্টোবর রবিবার হওয়ার কারণে যথারীতি ব্যাঙ্ক বন্ধ থাকবে।