SSC Protest: মেধাতালিকায় অসঙ্গতি সহ একাধিক দুর্নীতির অভিযোগে অবস্থান এসএসসি চাকরি প্রার্থীদের
গাঁধী মূর্তির পাদদেশে এদিন অবস্থানে বসেন এসএসসি চাকরি প্রার্থীরা
![SSC Protest: মেধাতালিকায় অসঙ্গতি সহ একাধিক দুর্নীতির অভিযোগে অবস্থান এসএসসি চাকরি প্রার্থীদের Demonstration of SSC job candidates alleging multiple corruption including inconsistency in merit list SSC Protest: মেধাতালিকায় অসঙ্গতি সহ একাধিক দুর্নীতির অভিযোগে অবস্থান এসএসসি চাকরি প্রার্থীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/17/3e0342f4943d7a918f1dad52d0c778ee_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা: মেয়ো রোডে এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। গাঁধী মূর্তির পাদদেশে এদিন অবস্থানে বসেন এসএসসি চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ মেধাতালিকায় অসঙ্গতি, একাধিক দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে। আর সেই অভিযোগ অবস্থান চাকরিপ্রার্থীদের।
স্কুল সার্ভিস কমিশনে নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এদিন বিক্ষোভ শুরু করেন তাঁরা। ২০১৯ সালে প্রায় এক মাস অবস্থানে বসেছিলেন ধর্মতলায় প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছিলেন চাকরিপ্রার্থীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে সেই আন্দোলনের শেষ হয়েছিল। আন্দোলনকারীদের অভিযোগ আশ্বাস দেওয়ার পরেও আড়াই বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও তাঁদের সমস্যার সমাধান হয়নি। নিয়োগের যে অস্বচ্ছতা তাঁরা তুলেছিলেন তা এখনও রয়েছে। শুধু তাই নয়, সেই সময় যাঁরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাঁরা এবং তাঁদের ঘনিষ্ঠরা চাকরি পেয়ে গিয়েছেন। অথচ বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী চাকরি পাননি। তাই আরও একবার অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি পুলিশের অনুমতি মেলেনি তাই আদালতের অনুমতি নিয়েই অনশনে বসেছেন।
আরও পড়ুন: South 24 Parganas: পথের কাঁটা সরাতে স্বামীকে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ প্রেমিকের
২০১৯ সালের ফেব্রুয়ারি মাস। অনশনে বসেন এসএসসি-র প্য়ানেলভুক্ত থাকা চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, প্যানেলে নাম থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না। নিয়োগের দাবিতে প্রায় একমাস ধরে অনশন করেন তাঁরা। সেই অনশন চলাকালীন তাঁদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। চাকরিপ্রার্থী এবং সরকারের ৫ সদস্যের কমিটি বৈঠকেও বসে। চাকরিপ্রার্থীদের দাবি, মুখ্যমন্ত্রী বলেছিলেন সামনে লোকসভা নির্বাচন। তাই জুন মাস পর্যন্ত সময় চান তিনি। শুধু তাই নয়, ওই অনশন প্রত্যাহারের সময় চাকরিপ্রার্থীরা বলেন, এটা অনশনের শেষ নয়, সাময়িক বিরতি। আমাদের দাবি না মিটলে ফের আন্দোলনে নামব।
আরও পড়ুন: SSC Protest: মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে রাস্তায় শুয়ে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)