CDS Bipin Rawat Death: কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক বিপিন রাওয়াত প্রয়াত
ভারতীয় সেনার এলিট শিক্ষা প্রতিষ্ঠান - ডিফেন্স স্টাফ কলেজ। বুধবার সেখানেই একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ঘটনাস্থলে পৌঁছনোর ৫ মিনিটি আগেই দুর্ঘটনা ঘটে।
চেন্নাই: বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় (Air Force Chopper Crash) প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত (CDS Bipin Rawat Passed Away)। বুধবার বেলা ১২.২০ মিনিটে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফজেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। ভারতীয় সেনার এলিট শিক্ষা প্রতিষ্ঠান- ডিফেন্স স্টাফ কলেজ। বুধবার সেখানেই একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ঘটনাস্থলে পৌঁছনোর ৫ মিনিটি আগেই দুর্ঘটনা ঘটে। বায়ুসেনা সূত্রে খবর, সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।
জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ,রাহুল গাঁধী। বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে সংসদে বক্তব্য রাখতে পারেন প্রতিরক্ষামন্ত্রী। 'দেশের জন্য আজ দুঃখের দিন', ট্যুইটে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহত গ্রুপ ক্যাপ্টেনের দ্রুত কামনা করে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ‘ব্যতিক্রমী সাহসী ছিলেন জেনারেল বিপিন রাওয়াত।’ কপ্টার দুর্ঘটনায় ১৩জনের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট প্রতিরক্ষামন্ত্রীরও।
With deep regret, it has now been ascertained that Gen Bipin Rawat, Mrs Madhulika Rawat and 11 other persons on board have died in the unfortunate accident.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
Gen Bipin Rawat, Chief of Defence Staff (CDS) was on a visit to Defence Services Staff College, Wellington (Nilgiri Hills) to address the faculty and student officers of the Staff Course today.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
বুধবার সকাল পৌনে ন’টা নাগাদ দিল্লি (Delhi) থেকে বিমানে সুলুর (Sulur) পৌঁছন সস্ত্রীক জেনারেল রাওয়াত। সেখান থেকে তাঁদের কপ্টারে ওয়েলিংটনে যাওয়ার কথা ছিল। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে একটি অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। পৌনে বারোটা নাগাদ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা এবং আরও ন’জন ভারতীয় বায়ুসেনার এমআই সেভেনটিন ভি ফাইভ হেলিকপ্টারে (Indian Army IAF Mi-17 Helicopter) চড়ে বসেন। ওয়েলিংটনে নামার মিনিট পাঁচেক আগে, ১২:২০ নাগাদ নীলগিরির গভীর জঙ্গলে ভেঙে পড়ে এমআই সেভেনটিন ভি ফাইভ কপ্টারটি (Indian Army IAF Mi-17 Helicopter)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে তাঁরা প্রচণ্ড শব্দ শুনতে পান। তার পর দেখেন, একটা আগুনের গোলা দু’টো গাছে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে।
এদিন বিকেলে জেনারেল বিপিন রাওয়াতের (Bipin Rawat) কপ্টার (Chopper Crash) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয় ১৪। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর মেলে, কপ্টারে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। সেই মৃতদের তালিকাতেই ছিলেন জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী। এ দিন প্রথমে ৪ জনের মৃত্যুর খবর আসে। তার পর তামিলনাড়ুর (Tamilnadu) বনমন্ত্রী রামচন্দ্র (Forest minister Ramachandra) জানান, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এরপরই বাড়তে থাকে মৃতের সংখ্যা। পাশাপাশি রামচন্দ্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ার কারণে উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে।
দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে (Chopper Crash) ছিলেন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত-সহ (Chopper Crash) মোট ১৪ জন। কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat), নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা।
এ দিন দুর্ঘটনার পর একে একে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিপিন রাওয়াতের মৃত্যু হয়। উরি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক অপারেশনে পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন বিপিন রাওয়াত। বর্তমানে ভারতের তিন বাহিনীর সর্বোচ্চ পদে রয়েছেন তিনি। তাঁর কপ্টার ভেঙে পড়ার খবর সামনে আসার পরই দিল্লিতে হৈ চৈ পড়ে যায়। সংসদ ভবন থেকে বেরিয়ে জেনারেল বিপিন রাওয়াতের বাড়িতে পৌঁছোন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিকেলে জেনারেল রাওয়াতের দিল্লির বাসভবনে পৌঁছন তিন বাহিনীর প্রধান। সন্ধে ছ’টা নাগাদ ভারতীয় বায়ুসেনা জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুসংবাদ ঘোষণা করে।