(Source: ECI/ABP News/ABP Majha)
Vishal Dadlani: টাকায় লক্ষ্মী-গণেশের ছবি চান কেজরি, ধর্মের কারবারিদের সঙ্গে সম্পর্ক নেই, বললেন সমর্থক বিশাল
Arvind Kejriwal: বিশাল যদিও আপ বা কেজরিওয়ালের নাম মুখে আনেননি, কিন্তু তাঁর ইঙ্গিত কোন দিকে, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।
মুম্বই: মায়ানগরীর জমকালো দুনিয়ার বাসিন্দা তিনি। সঙ্গীতের নেশা ও পেশায় বুঁদ। তাই বলে রাজনীতি থেকে বিমুখ নন সঙ্গীত পরিচালক তথা সুরকার ও গায়ক বিশাল দাদলানি (Vishal Dadlani)। ঘোষিত ভাবেই অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টির (Aam Aadmi Party) সমর্থক তিনি। কিন্তু এ বার দলের থেকে দূরত্ব বাড়ালেন বিশাল। খোদ কেজরিওয়াল টাকায় লক্ষ্মী-গণেশের (Lakshmi On Note) ছবি ছাপার পক্ষে সওয়াল করার পরই নিজের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
আপ সমর্থক বিশাল দাদলানি নোটে দেব-দেবীর মূর্তি ছাপা নিয়ে মুখ খুললেন
সরাসরি কারও নাম মুখে আনেননি বিশাল। কিন্তু ট্যুইটার পোস্টে আপ-কেই যে তিনি নিশানা করেছেন, তা স্পষ্ট। ট্যুইটারে বিশাল লেখেন, ‘ভারতের সংবিধানে স্পষ্ট বলা রয়েছে যে, আমরা ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। তাই প্রশাসনিক ক্ষেত্রে ধর্মের কোনও জায়গা থাকার কথা নয়। স্পষ্ট ভাবে বলতে চাই, সরকারে কোনও ভাবে ধর্ম টেনে আনেন যাঁরা, তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক নেই আমার। জয় হিন্দ’।
বিশাল যদিও আপ বা কেজরিওয়ালের নাম মুখে আনেননি, কিন্তু তাঁর ইঙ্গিত কোন দিকে, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কারণ সম্প্রতি ভিডিও কনফারেন্স বার্তা দেওয়ার সময় টাকার নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপার কথা বলতে শোনা যায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান কেজরিওয়ালকে। এতে ভারতের আর্থিক উন্নতি হবে বলে মন্তব্য করেন তিনি।
The Constitution of India states that we are a Secular Socialist Republic.
— VISHAL DADLANI (@VishalDadlani) October 26, 2022
Hence, religion must have NO PLACE in governance.
To be completely clear, I have nothing to do with anyone who brings any part of any religion to any aspect of government.
Jai Hind. 🙏🏽
ওই ভিডিও বার্তায় কেজরিওয়ালকে বলতে শোনা যায়, ‘‘আমাদের টাকায় গাঁধাজির ছবি রয়েছে। ওটা থাকুক। তার পাশে লক্ষ্মী ও গণেশের ছবিও যোগ করা উচিত। দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটাতে আরও পরিশ্রম করতে হবে আমাদের। দেব-দেবীর আশীর্বাদ থাকলে তবেই সেই পরিশ্রম সার্থক হবে। গাঁধীজির পাশে টাকায় লক্ষ্মী-গণেশের ছবি থাকলে, গোটা দেশ আশীর্বাদধন্য হবে। যা আছে তা পাল্টাতে হবে না। নতুন যে নোট ছাপা হবে, তাতে রাথলেই হবে।’’
ঘোষিত ভাবেই আপ সমর্থক বিশাল, সম্পর্ক ছিন্ন করার কথা বললেন
গুজরাত, হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচন এবং দিল্লি পৌরসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের এই মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার জন্য তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি। বিজেপি-র বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতেই তিনি এমন মন্তব্য করেছেন বলেও অভিযোগ ওঠে বিরোধীদের তরফে। সেই আবহেই বিশালও নিজের অসন্তোষের কথা জানিয়ে দিলেন।