‘কিছুই যখন নেই..তখন..’, ডেপুটি কালেক্টরের বাড়িতে চুরি করতে এসে চিরকূট রেখে গেল দুষ্কৃতীরা
ওই চিরকূটকে পুলিশ প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। কারণ, ডেপুটি কালেক্টরর বাড়ি এক বিধায়ক ও দেওয়াসের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বাসভবনের মাঝামাঝি জায়গায়।
![‘কিছুই যখন নেই..তখন..’, ডেপুটি কালেক্টরের বাড়িতে চুরি করতে এসে চিরকূট রেখে গেল দুষ্কৃতীরা Burgulars Leave Note For MP Official If You Had No Money Then Why Lock The House ‘কিছুই যখন নেই..তখন..’, ডেপুটি কালেক্টরের বাড়িতে চুরি করতে এসে চিরকূট রেখে গেল দুষ্কৃতীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/11/b675e7bf3fadf2e57478b0b68ac346c2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দেওয়াস (মধ্যপ্রদেশ): মধ্যপ্রদেশের দেওয়াসে আজব ঘটনা। চুরি করতে এসে লুঠের বেশি কিছু না পেয়ে চিঠি লিখে গেল দুষ্কৃতীরা। আর যার বাড়িতে চোরেরা ঢুকেছিল, তিনি পদস্থ সরকারি আধিকারিক-ডেপুটি কালেক্টর ত্রিলোচন গৌর। দুষ্কৃতীরা তাঁর বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়েছিল। কিন্তু সাফাইয়ের মতো কিছু না পেয়ে চিঠি লিখে যায়। বাড়িতে ফিরে একটি চিরকূট দেখতে পান ত্রিলোচন গৌর। চিরকূটে লেখা ছিল- 'টাকাপয়সাই যখন নেই, তখন খামোকা বাড়িতে চাবি দিয়ে যাওয়ার দরকার কী ছিল কালেক্টর!'
তবে একেবারে খালি হাতে যায়নি চোরের দল। বেশ কিছু নগদ টাকা ও গয়না চুরি করে নিয়ে গেছে তারা।
ISpA Launch Today: আজ ভারতীয় মহাকাশ শিল্প সংগঠনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই চিরকূটকে পুলিশ প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। কারণ, ডেপুটি কালেক্টরর বাড়ি এক বিধায়ক ও দেওয়াসের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বাসভবনের মাঝামাঝি জায়গায়। আর আর তা পুলিশ সুপারের বাসভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। পুলিশের সুপারের বাসভবন থেকে ডেপুটি কালেক্টরের দূরত্ব মাত্র ১০০ মিটার।
জানা গেছে, গৌর ১৫-২০ দিন ওই বাড়িতে ছিলেন না। তিনি বর্তমানে দেওয়াসের খাটেগাঁও তলশিলের এসডিএম হিসেবে নিযুক্ত রয়েছেন।
বাড়িতে ফিরে গৌর দেখতে পান দরজা খোলা। জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। কিছু টাকাপয়সা ও রূপোর গয়নাও খোয়া গিয়েছে। এরপরই তিনি পুলিশকে পুরো ঘটনার কথা জানান তিনি।
পুলিশের ইন্সপেক্টর উমরাও সিংহ বলেছেন, প্রায় ত্রিশ হাজার টাকা ও কিছু গয়নাগাঁটি ত্রিলোচন গৌরের সরকারি বাসভবন থেকে চুরি গিয়েছে। চুরির এই ঘটনা কবে ও কখন ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। বাড়ি থেকে ৩০ হাজার টাকা নগদ ও রূপোর গহনা খোয়া গিয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)