CBI Raid : দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে CBI হানা, 'শিক্ষা-স্বাস্থ্যের ভাল কাজ বন্ধর চেষ্টা', ট্যুইট শিসোদিয়ার
CBI raids residence of Manish Sisodia : 'এ দেশে যাঁরাই ভাল কাজ করেন, তাঁকেই এইভাবে হয়রানি করা হয়। ' ট্যুইটে লিখেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।
নয়াদিল্লি : দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার (Delhi Deputy Chief Minister Manish Sisodia) বাড়িতে হানা দিল সিবিআই (CBI raid)। শুক্রবার সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে আবগারী নীতি- মামলার সূত্রে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে খবর, শুধু শিসোদিয়ার বাড়ি নয়, দিল্লির ২১টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হচ্ছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছেন, সিবিআই এসেছে। লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যত্ গড়ে তোলার চেষ্টা হচ্ছিল। এ দেশে যাঁরাই ভাল কাজ করেন, তাঁকেই এইভাবে হয়রানি করা হয়। ট্যুইটে লিখেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।
हम सीबीआई का स्वागत करते हैं. जाँच में पूरा सहयोग देंगे ताकि सच जल्द सामने आ सके. अभी तक मुझ पर कई केस किए लेकिन कुछ नहीं निकला. इसमें भी कुछ नहीं निकलेगा. देश में अच्छी शिक्षा के लिए मेरा काम रोका नहीं जा सकता.
— Manish Sisodia (@msisodia) August 19, 2022
তিনি ট্যুইটে আরও লেখেন, এই লোকগুলো দিল্লির শিক্ষা এবং স্বাস্থ্যের দুর্দান্ত কাজ দেখে চিন্তিত। সেজন্য দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে যাতে শিক্ষা স্বাস্থ্যের ভালো কাজ বন্ধ করা যায়। আমাদের দুজনের বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ রয়েছে। আদালতে সত্য বেরিয়ে আসবে।
ये लोग दिल्ली की शिक्षा और स्वास्थ्य के शानदार काम से परेशान हैं. इसीलिए दिल्ली के स्वास्थ्य मंत्री और शिक्षा मंत्री को पकड़ा है ताकि शिक्षा स्वास्थ्य के अच्छे काम रोके जा सकें.
— Manish Sisodia (@msisodia) August 19, 2022
हम दोनों के ऊपर झूँठे आरोप हैं. कोर्ट में सच सामने आ जाएगा.
এখানেই থামেননি মণীশ। তাঁর সাম্প্রতিকতম ট্যুইট, ' তোমার ষড়যন্ত্র আমি ভাঙতে পারব না। আমি দিল্লির লক্ষাধিক শিশুর জন্য এই স্কুলগুলি তৈরি করেছি। লক্ষ শিশুর জীবনে যে হাসি এসেছে সেটাই আমার শক্তি। তোমার উদ্দেশ্য আমাকে ভাঙার । '
मुझे तुम्हारी साज़िशें तोड़ न सकेंगी. मैंने दिल्ली के लाखों बच्चों के लिए ये स्कूल बनाए है,
— Manish Sisodia (@msisodia) August 19, 2022
लाखों बच्चों की ज़िंदगी में आई मुस्कान मेरी ताक़त है. तुम्हारा इरादा मुझे तोड़ने का है.
मेरा इरादा तो ये हैं…https://t.co/Z1mpVmevRl
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও তার ডেপুটিকে সমর্থন করে টুইট করেছেন, বলেছেন যে এই অভিযানে কিছুই আসবে-যাবে না এবং অতীতেও একই রকম ঘটনা ঘটেছে। "যেদিন দিল্লির শিক্ষার মডেলের প্রশংসা করা হয়েছিল এবং আমেরিকার বৃহত্তম সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের প্রথম পাতায় মনীশ সিসোদিয়ার ছবি ছাপা হয়েছিল, সেই দিনই কেন্দ্র সিবিআইকে মনীশের বাসভবনে পাঠিয়েছিল। আমি সিবিআইকে স্বাগত জানাই। আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। অতীতে এরকম অনেক তদন্ত হয়েছে, অভিযান হয়েছে। কিছুই বের হয়নি। এবারও কিছু বের হবে না," ট্যুইটে লেখে কেজরীওয়াল ।