Bharat Rice: বাজার চলতি দামের থেকে সস্তা 'ভারত ' চাল, প্রতি কেজিতে পড়বে কত ?
Essential Commodities: ২০২৩-২০২৪ সালে চালের ভাল উৎপাদন এবং রফতানি নিয়ন্ত্রণের পরেও খুচরো বাজারে চালের দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি
নয়াদিল্লি : দাম বাড়ছে খাদ্যদ্রব্যের। যার ফলে সমস্যায় পড়ছেন দেশের একটা বড় অংশের মানুষ। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় নাভিঃশ্বাস উঠেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের। সেই খাদ্যতালিকায় রয়েছে- চালও। যা দেশের একটা বড় অংশের মানুষের খাবারের তালিকায় থাকে। এই পরিস্থিতিতে বাজারে 'ভারত রাইস' নিয়ে এল কেন্দ্রীয় সরকার। ভর্তুকি মূল্যে। প্রতি কেজিতে যার দাম পড়বে ২৯ টাকা। ভর্তুকিযুক্ত এই চাল ৫ কেজি ও ১০ কেজির প্যাকেটে পাওয়া যাবে।
কিন্তু কোথায় কবে থেকে পাওয়া যাবে ?
ভারত রাইস সমস্ত কেন্দ্রীয় ভাণ্ডারের ফিজিক্যাল ও মোবাইল আউটলেটে পাওয়া যাবে। এছাড়া মিলবে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED) ও ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন অফ ইন্ডিয়ায় (NCCF) । ৬ ফেব্রুয়ারি থেকে এই চাল পাবেন সংশ্লিষ্ট আউটলেটে। সরকারি বিবৃতি অনুযায়ী, পরবর্তীকালে তা খুচরো বাজার এবং ই-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।
কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতাসুরক্ষামন্ত্রী পীযূষ গয়াল ভর্তুকিযুক্ত এই চালের উদ্বোধন করে বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মানুষের প্রয়োজনীয়তা নিয়ে সহানুভূতিশীল। তাঁর নজরদারিতেই প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে।' কেন্দ্রীয়মন্ত্রী ১০০টি এমন মোবাইল ভ্যানের উদ্বোধন করেন যেগুলি ভারত রাইস বিক্রি করবে।
ভারত চালের আগে বাজারে নিয়ে আসা হয় ভারত আটা। সরকার এই আটা নিয়ে আসে। যা সাড়ে ২৭টাকা কেজি দরে ৫ কেজি ও ১০ কেজির প্যাকেটে বিক্রি করা হচ্ছে। একইভাবে ভারত ডাল ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। কেন্দ্রীয়মন্ত্রী বলেন, কৃষকদের পাশাপাশি দেশের মানুষের কল্যাণে নিবেদিত ভারত সরকার। কেন্দ্রীয় সরকার কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে তা ভর্তুকিযুক্ত দামে ক্রেতাদের কাছে তাঁদের প্রয়োজন মতো বিক্রি করছে।
প্রসঙ্গত, ২০২৩-২০২৪ সালে চালের ভাল উৎপাদন এবং রফতানি নিয়ন্ত্রণের পরেও খুচরো বাজারে চালের দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি।
এদিন ভারত রাইসের বাজারে আনার কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতাসুরক্ষা প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ও অশ্বিনী চৌবে, খাদ্য সচিব সঞ্জীব চোপড়া, ক্রেতা সুরক্ষা সচিব রোহিত কুমার সিং, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সিএমডি অশোক কে মীনা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে