WFH for Nursing Mothers: স্তন্যপান করানো মহিলা চাকরিজীবীদের 'ওয়ার্ক ফ্রম হোম'-এর সুবিধা নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা কেন্দ্রের
কেন্দ্রের শ্রম ও নিয়োগ মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়ার নেপথ্যে আসল লক্ষ্য হল মা হওয়া মহিলাদের ও তাঁদের সন্তানদের কোভিড-১৯ সংক্রমিত হওয়া থেকে রক্ষা করা। ূ
![WFH for Nursing Mothers: স্তন্যপান করানো মহিলা চাকরিজীবীদের 'ওয়ার্ক ফ্রম হোম'-এর সুবিধা নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা কেন্দ্রের Centre issues advisory all state governments UTs encourage employers allow work from home nursing mothers WFH for Nursing Mothers: স্তন্যপান করানো মহিলা চাকরিজীবীদের 'ওয়ার্ক ফ্রম হোম'-এর সুবিধা নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা কেন্দ্রের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/02/077184918078d827c307283708012bc2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দেশে চলতি করোনা ঢেউ থেকে বাঁচতে সন্তানদের স্তন্যপান করানো কর্মরত ও চাকরিজীবী মহিলাদের ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে থেকেই অফিসের কাজ করতে উৎসাহ দিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নজর দিতে বলল কেন্দ্র। এই মর্মে সবকটি রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চলকে নির্দেশিকাও পাঠিয়েছে কেন্দ্র।
কেন্দ্র জানিয়েছে, এই প্রেক্ষিতে মেটারনিটি বেনেট (সংশোধনী) আইনে কিছু ছাড় দেওয়া হবে। যাতে করে, যে সব মহিলাদের এখনও সন্তানদের স্তন্যপান করাতে হয়, তাঁরা যাতে বাড়ি থেকেই দফতরের কাজ করতে পারেন।
ওই আইনে বলা হয়েছে, সেই সকল মহিলাদের এমন কাজ দেওয়া হবে, যাতে তাঁরা অনায়াসে বাড়িতে থেকেই সেই কাজ সম্পন্ন করতে পারেন।
আইনে বলা হয়েছে, স্বাভাবিক মাতৃত্বকালীন ছুটির পর এই নতুন ব্যবস্থা চালু করা যেতে পারে। সেক্ষেত্রে নিয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট মহিলা কর্মচারীর উভয়ের সম্মতি ও পারস্পরিক গ্রহণযোহগ্য সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।
কেন্দ্রের শ্রম ও নিয়োগ মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়ার নেপথ্যে আসল লক্ষ্য হল মা হওয়া মহিলাদের ও তাঁদের সন্তানদের কোভিড-১৯ সংক্রমিত হওয়া থেকে রক্ষা করা।
রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আর্জি, মহিলা কর্মী ও নিয়োগকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পদক্ষেপ গ্রহণ করতে। উভয়পক্ষকে এই আইন সম্পর্কে ওয়াকিবহাল করতে।
রাজ্যগুলিকে আরও অনুরোধ করা হয়েছে, নিয়োগকর্তাদের এই নির্দেশিকা পাঠাতে যাতে এই ধরনের মহিলাদের যত বেশি সম্ভব বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া যেতে পারে।
নির্দেশিকা অনুযায়ী, নিয়োগকর্তাদের জানাতে হবে যাতে তারা এই মহিলাদের অন্তত শিশু জন্মের পর থেকে এক বছর ওয়ার্ক ফ্রম হোম-এর সুবিধা পেতে পারেন।
নির্দেশিকায় বলা হয়েছে, কাজ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে, ওই মহিলাদের সেই কাজ সম্পন্ন করতে অসুবিধের সম্মুখীন না হতে পড়ে। নিশ্চিত করতে হবে যাতে, যতটা সম্ভব কাজের সুবিধা হতে পারে।
কেন্দ্রের মতে, এর ফলে, মহিলারা নিজেদের চাকরি যেমন বজায় রাখতে পারবেন, তেমনই, কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষিত থাকবেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)