CISCE on Exam: আইসিএসই, আইএসসি-র নম্বর-বিধি প্রকাশ করল বোর্ড
আইসিএসই, আইএসসি-র নম্বর-বিধি প্রকাশ করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন
কলকাতা: সিবিএসই-র পর এবার নম্বর-বিধি প্রকাশিত হল আইসিএসই, আইএসসি-র। এক বিজ্ঞপ্তিতে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিএসই-তে নম্বর দেওয়ার ক্ষেত্রে ১৯-২০ এবং ২০-২১ শিক্ষাবর্ষে কোনও পড়ুয়া স্কুলের নবম ও দশম শ্রেণির একাধিক পরীক্ষায় বিভিন্ন বিষয়ে যে সব নম্বর পয়েছে, তার গড় নম্বর নেওয়া হবে। সঙ্গে যোগ হবে চলতি বছরের আইসিএসই-র অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর।
অন্যদিকে আইএসসি-র ক্ষেত্রে দেখা হবে ১৯-২০ এবং ২০-২১ শিক্ষাবর্ষে কোনও পড়ুয়া স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির একাধিক পরীক্ষায় বিভিন্ন বিষয়ে যে সব নম্বর পয়েছে, তার গড় নম্বর। সঙ্গে যোগ হবে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার গড় নম্বর এবং ২০২১-এর প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল নম্বর। দুই ক্ষেত্রেই দেখা হবে স্কুলের গত ৫ বছরের বেস্ট রেজাল্ট।
চলতি মাসে পরীক্ষা বাতিলের ঘোষণা করে সিআইএসসিই। করোনা আবহে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিল বোর্ড। গত ১৪ এপ্রিল সিবিএসই-র দশমের পরীক্ষা বাতিলের ঘোষণার দু'দিন পরই সিআইএসসিই-র পক্ষ থেকে আইসিএসই বাতিলের কথা জানানো হয়েছিল। জানানো হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। এরপর জুন মাসের শুরুর দিকে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষাও বাতিল হওয়ার পর পরই একই পথে হেঁটে সিআইএসসিই জানিয়ে দেয় বাতিল হচ্ছে আইএসসি পরীক্ষাও।
উল্লেখ্য, চলতি সপ্তাহে সিবিএসই-র পক্ষ থেকে দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই দ্বাদশের ফল। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে। দশমের ক্ষেত্রে ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বিষয়ের নম্বর নেওয়া হবে। অন্যদিকে, দ্বাদশের ক্ষেত্রে ইউনিট, টার্ম প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলও থাকবে নজরে। কোনও ছাত্র-ছাত্রী নিজের নম্বর বা গ্রেডেশন নিয়ে অখুশি থাকলে, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে বা স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে পরীক্ষায় বসা যাবে। সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে।