ICSE ISC Semester 1 Exam নিজের স্কুলে বসে হবে আইসিএসই, আইএসসি-র প্রথম সিমেস্টার পরীক্ষা, নতুন সূচি প্রকাশ কাউন্সিলের
আইসিএসই পরীক্ষা শুরু ২৯ নভেম্বর, আইএসসি পরীক্ষা হবে ২২ নভেম্বর থেকে...
নয়াদিল্লি: সিবিএসই-র পথেই এবার আইসিএসই (ICSE), আইএসসি(ISC)। অনলাইন নয়, আইসিএসই, আইএসসি-র প্রথম সিমেস্টার হবে নিজের স্কুলে বসে, অফলাইনে।
আইসিএসই পরীক্ষা শুরু ২৯ নভেম্বর। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে, আইএসসি পরীক্ষা হবে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি প্রকাশ করল আইসিএসই কাউন্সিল (CISCE)।
জোড়া পরীক্ষার প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা। আগে কাউন্সিল জানিয়েছিল, ১৫ নভেম্বর থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষা হবে অনলাইনে বাড়িতে বসে।
আরও পড়ুন: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, পুজোর ছুটির পর স্কুল খুলবে?
অভিভাবকা অনুমতি দিলে স্কুলে পরীক্ষা দিতে পারবে কোনও পরীক্ষার্থী। দুদিন আগে সেই পরীক্ষা সূচি স্থগিত রাখে কাউন্সিল। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানানো হল। কাউন্সিলের ব্যাখ্যা, বিদ্যুৎ সংযোগ এবং নেটওয়ার্ক সমস্যার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।
এর আগে, গত ১৯ তারিখ আচমকাই স্থগিত করে দেওয়া হয়েছিল আইসিএসই, আইএসসি-র ২০২১-২২ সালের প্রথম সিমেস্টারের পরীক্ষা। ১৫ নভেম্বর থেকে বোর্ডের জোড়া পরীক্ষার প্রথম সিমেস্টার শুরু হওয়ার কথা ছিল। যে কারণে পরীক্ষা স্থগিত সেটা তাদের আয়ত্তের বাইরে।
আরও পড়ুন: করোনা আবহেই আইসিএসই-আইএসসি পরীক্ষা? বিজ্ঞপ্তি কাউন্সিলের
পরিবর্তিত পরীক্ষা সূচি পরে জানানো হবে বলে স্কুলগুলিকে চিঠিতে জানিয়েছিল কাউন্সিল। সূত্রের খবর, প্রথম সিমেস্টার অনলাইনে হওয়ার কথা থাকলেও দেশের কিছু জায়গায় ইন্টারনেট সংযোগের সমস্যা থাকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তাহলে কি সিবিএসই-র মতো পরিবর্তিত নির্ঘণ্টে অফলাইনেই পরীক্ষা নেওয়া হবে? তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। যদিও কাউন্সিলের তরফে পরীক্ষা স্থগিতের কারণ নিয়ে সেই সময় সুনির্দিষ্ট কোনও বক্তব্য জানানো হয়নি, কিন্তু এদিনের সিদ্ধান্ত সেই জল্পনাকেই সত্যি প্রমাণিত করল।
আরও পড়ুন: প্রকাশিত CBSE বোর্ডের দশম-দ্বাদশ শ্রেণির Term-1 পরীক্ষার দিনক্ষণ, কবে থেকে শুরু?