CJI NV Ramana Update: তদন্তমূলক সাংবাদিকতা উঠে যাচ্ছে দেশ থেকে, মন্তব্য প্রধান বিচারপতির
CJI NV Ramana Update: আলোচনার নামে টিভি চ্যানেলে চিৎকার-চেঁচামেচি নিয়ে মুখ খুলেছিলেন আগেই। এ বার সংবাদমাধ্যমের সংবাদ পরিবেশনের গুণমান নিয়েও প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি এনভি রামানা (NV Raman)।
নয়াদিল্লি: আলোচনার নামে টিভি চ্যানেলে চিৎকার-চেঁচামেচি নিয়ে মুখ খুলেছিলেন আগেই। দেশের সংবাদমাধ্যমের খবরের মান নিয়েও এ বার মুখ খুললেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপিত এনভি রামানা (NV Raman)। তাঁর মতে তদন্তনির্ভর সাংবাদিকতা দেশ থেকে ক্রমশই উঠে যাচ্ছে।
বুধবার ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিক ইউ সুধাকর রেড্ডির ‘ব্লাড স্যান্ডার্স’ বইয়ের উদ্বোধনে অংশ নেন প্রধান বিচারপতি রামানা। সেখানেই বর্তমান দিনে সংবাদমাধ্যমে ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, ‘‘বর্তমান দিনের সংবাদমাধ্যম সম্পর্কে নিজের স্বাধীন মতামত জানাচ্ছি আমি। আমার মনে হয়, দুর্ভাগ্যজনক ভাবে তদন্তনির্ভর সাংবাদিকতা দেশ থেকে কার্যত উঠে যাচ্ছে। আর কোথাও না হোক, ভারতের ক্ষেত্রে তো অন্তত এ কথা প্রযোজ্য।’’
দেশ এবং সমাজে সংবাদমাধ্যমের কী গুরুত্ব তা-ও তুলে ধরেন প্রধান বিচারপতি। আগের দিনের সাংবাদিকতার সঙ্গে তুলনা টেনে বলেন, ‘‘আমরা যখন বড় হচ্ছিলাম, সংবাদপত্রে কেলেঙ্কারি ফাঁস হওয়ার জন্য উদগ্রীব থাকতাম। সেই সময় সংবাদমাধ্যম আমাদের কখনও হতাশ করেনি। আগে দেখতাম, সংবাদমাধ্যম বড় বড় কেলেঙ্কারি, দুর্নীতি ফাঁস করছে। তাতে দোষীরা সাজাও পাচ্ছে। এখন তো হাতে গুনে একটা, দু’টো ছাড়া তদন্তমূলক সাংবাদিকতাই চোখে পড়ে না।’’
আরও পড়ুন: যৌনকর্মীদেরও দিতে হবে এই কার্ড ! কী বলল সুপ্রিম কোর্ট ?
তিনি আরও বলেন, ‘‘সরকারি প্রতিষ্ঠানে কোথায় খামতি রয়েছে, তা মানুষের সামনে তুলে ধরাই কাজ সংবাদমাধ্যমের। কোনও রকম সমঝোতা না করে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যর্থতা তুলে ধরা উচিত। তা না হলে, দেশএরই ক্ষতি।’’
তবে এই প্রথম নয়, সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে এর আগেও সরব হতে দেখা গিয়েছে প্রধান বিচারপতিকে। নভেম্বর মাসে দিল্লির দূষণ নিয়ে শীর্ষ আদালতে শুনানি চলাকালীন খবরের চ্যানেলে আয়োজিত আলোচনা এবং তর্কবিতর্ক নিয়ে কটাক্ষ ছুড়ে দেন তিনি। বলেন, ‘‘অন্য কিছুর থেকে টিভি চ্যানেলের বিতর্কই সব থেকে বেশি দূষণ ছড়ায়।’’
অবশ্য বরাবরই এমন সোজাসাপটা মন্তব্য করতে শোনা যায় প্রধান বিচারপতিকে। তার জন্য নেটদুনিয়ায় প্রশংসিতও হন তিনি।