(Source: ECI/ABP News/ABP Majha)
Oscar Fernandes passes away : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সদস্য অস্কার ফার্নান্ডেজ। আজ, সোমবার ম্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ম্যাঙ্গালুরু : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সদস্য অস্কার ফার্নান্ডেজ। আজ, সোমবার ম্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮০ বছর।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএমও-র তরফে ট্যুইটারে লেখা হয়েছে, রাজ্যসভার সদস্য অস্কার ফার্নান্ডেজের মৃত্যুতে শোকাহত। দুঃখের এই সময়ে তাঁর পরিবার এবং শুভাকাঙ্খীদের জন্য প্রার্থনা করি। তাঁর আত্মার শান্তি কামনা করি।
দিনকয়েক আগে শরীর চর্চা করার সময় আচমকা পড়ে যান অস্কার ফার্নান্ডেজ। বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ওয়াল পুশ-আপ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দেওয়ালে আঘাত পান। ১৯ জুলাই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, প্রাক্তন মন্ত্রীর মাথায় রক্ত জমাট বেঁধেছে। ওই হাসপাতালেই তাঁর ডায়ালিসিস চলছিল। তিনি চিকিৎসককে জানান, পড়ে যাওয়ার পর থেকেই প্রায়ই তাঁর মাথায় যন্ত্রণা হচ্ছে। এর পর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তাঁর মাথায় ক্লট পাওয়া যায়। তাঁর পরিবারের ঘনিষ্ট সূত্র থেকে এখবর পাওয়া গেছে।
ফার্নান্ডেজ ইউপিএ সরকারের কেন্দ্রীয় পরিবহন, সড়ক ও জাতীয় সড়ক এবং শ্রম ও কর্মসংস্থান দফতরের মন্ত্রী ছিলেন। একজন সম্মানীয় রাজনীতিক, ফার্নান্ডেজের কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া ও রাহুল গাঁধীর সঙ্গে সুসম্পর্ক ছিল। ইউপিএ -২ সরকারে প্রথমবার মন্ত্রী হওয়া ছাড়াও, ফার্নান্ডেজ মনমোহন সিং নেতৃত্বাধীন সরকার এবং দলে অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ইউপিএ সরকারের আমলে এআইসিসির সাধারণ সম্পাদক হওয়াও তাঁর রাজনৈতিক কেরিয়ারে বড় সাফল্য ছিল।
১৯৪১ সালে ২৭ মার্চ উডুপি জেলায় জন্মগ্রহণ করেছিলেন ফার্নান্ডেজ। বাবা রোকে ফার্নান্ডেজ ও মা লিওনিসা ফার্নান্ডেজের ১২ সন্তানের মধ্যে তিনি ছিলেন অন্যতম। স্ত্রীর নাম ব্লোজম ফার্নান্ডেজ। তাঁর দুই সন্তান রয়েছে - একটি ছেলে এবং একটি মেয়ে। তিনি উডুপির এম জি এম কলেজের সিসিলিয়া-র কনভেন্টের ছাত্র ছিলেন। কলা বিভাগে স্নাতক পাশ করেন।