India Corona Cases Update: করোনা-কালে খানিক স্বস্তি, কমল দৈনিক সংক্রমণ-মৃত্যু
ভারতে এখনও পর্যন্ত ১৭ কোটি মানুষের টিকাকরণ হয়েছে...
নয়াদিল্লি: করোনা-কালে খানিক স্বস্তি। দেশে পরপর দু’ দিন কমল দৈনিক মৃত্যু। ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যাও কিছুটা কমেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। দেশে মোট সংক্রমিত ২ কোটি ২৬ লক্ষ ৬২ হাজার ৫৭৫।
রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে দৈনিক সংক্রমিত হয়েছিলেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। শনিবার সংক্রমিত হয়েছিলেন, ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮। বৃহস্পতিবার একদিনে আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের।
রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় দৈনিক মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯২ জনের। শনিবার দৈনিক মৃত্যু ছিল ৪ হাজার ১৮৭। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯১৫। বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৯৮০ জনের।
অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ২২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন।
ভারতে এখনও পর্যন্ত ১৭ কোটি মানুষের টিকাকরণ হয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ১৭.০১ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।
দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ১৭ই মে পর্যন্ত করা হয়েছে। সোমবার থেকে বন্ধ হল মেট্রো পরিষেবাও। করোনা সংক্রমণে লাগাম টানতে ১৭ তারিখ পর্যন্ত আংশিক কার্ফু জারি করল উত্তরপ্রদেশ সরকারও।
এদিকে, করোনা মোকাবিলায় সেনাবাহিনীর গ্লোবমাস্টার পণ্যবাহী এয়ারক্রাফটে গতকাল ৩৫ টন চিকিৎসার সরঞ্জাম মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়।
করোনা রোগীদের চিকিৎসায় উত্তরাখণ্ডের হালদোয়ানি ও ঋষিকেশে কোভিড হাসপাতাল চালু করল ডিআরডিও।