Corona: হিমাচলে হঠাৎ দ্বিগুণ গতিতে বাড়ছে সংক্রমণ, তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত!
এর মধ্যে চিন্তা বৃদ্ধি হল হিমাচল প্রদেশে। যেখানে কোভিডের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা প্রকট হচ্ছে।
নিউদিল্লি: প্রায় পাঁচ মাস পর দেশে দৈনিক সংক্রমণ কমেছে রেকর্ড হারে। ১৪৭ দিন পর সর্বনিম্ন সংক্রমণ। কিন্তু এর মধ্যে চিন্তা বৃদ্ধি হল হিমাচল প্রদেশে। যেখানে কোভিডের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা প্রকট হচ্ছে। গত কয়েকদিনে সে রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে রেকর্ড হারে। ইতিমধ্যেই এই পরিস্থিতিকে সে রাজ্যের মুখ্যমন্ত্রী 'উদ্বেগের বিষয়' হিসেবে উল্লেখ করেছেন।
সোমবার হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেন, গত ১০ থেকে ১২ দিনে রেকর্ড সংখ্যক কোভিড আক্রান্ত হয়েছে সে রাজ্যে। মুখ্যমন্ত্রীর কথায় হিমাচলে দৈনিক অ্যাক্টিভ কেস ৮৫০ থেকে ১৯০০-তে পৌঁছেছে। তিনি এও বলেন যে আসন্ন বিপর্যয় মোকাবিলা ও করোনা সংক্রমণে রাশ টানতে মঙ্গলবারই ক্যাবিনেট বৈঠক ডাকা হচ্ছে। সেখানে এই বিষয়ে কথা বলা হবে।
আসন্ন দিনে হিমাচল কী ধরনের সমস্যার মুখোমুখি হতে চলেছে তা এখনও বোঝা যাচ্ছে না বলেই তিনি জানিয়েছেন। এখনও পর্যন্ত সে রাজ্যে করোনা কোপে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৩৪ জনের। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছে ২ লক্ষ ২ হাজার ৩৯১ জন।
এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, গত এক দিনে দেশে ২০ শতাংশের বেশি কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২৮ হাজার ২০৪ জন। সোমবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩৫ হাজার ৪৯৯। কমল করোনায় একদিনে মৃত্যুর সংখ্যাও। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। সোমবার একদিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪৪৭।
আজকের হিসেবে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩ লক্ষ ১ হাজার ৯০ জনের। আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৩২ লক্ষ ৭৬ হাজার ২১১। মার্কিন যুক্তরাষ্ট্রে হু হু করে ফের বাড়ছে সংক্রমণ। চিনেও ডেল্টা প্রজাতির হানায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে করোনার 'এপিসেন্টার' রূপে খ্যাত উহানে।