(Source: ECI/ABP News/ABP Majha)
Coronavirus Cases India: দৈনিক মৃত্যু চারহাজার ছুইঁছুঁই, গত ২৪-ঘণ্টায় আক্রান্ত ৩.৮২ লক্ষ
গত ২ দিন কিছুটা কমার পর ফের বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যাও
নয়াদিল্লি: ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। বেলাগাম ভাবে বাড়ছে সংক্রমণ। গতকাল, দেশের মোট কোভিড আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছিল ২ কোটি।
আজ, বুধবার, প্রায় চার হাজারের কাছাকাছি পৌঁছল দৈনিক মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩,৭৮০ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৪৪৯। সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪১৭। রবিবার একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৬৮৯।
দৈনিক আক্রান্তের সংখ্যাও গত দুদিনের তুলনায় ফের বেড়েছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। সোমবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮।
ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ১৮৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬ লক্ষ ৬৫ হাজার ১৪৮। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ২২৯। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯ জন।
কেন্দ্রের তথ্য় অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৬ কোটি ৪ লক্ষ ৯৪ হাজার ১৮৮ জনকে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০৭ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যায় দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৮৯১ জনের। উত্তরপ্রদেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩৫১।
কেন্দ্রের তথ্য় অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৬ কোটি ৪ লক্ষ ৯৪ হাজার ১৮৮ জনকে।
আইসিএমআর-এর দেওয়া তথ্য অনুযায়ী, ৪ মে পর্যন্ত দেশে ২৯ কোটি ৪৮ লক্ষ ৫২ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গতকাল পরীক্ষা করা হয়েছে ১৫ লক্ষ ৪১ হাজার ২৯৯টি নমুনা।