Humayun Kabir: 'আমার ব্যক্তিগত ছবি দিয়ে কুৎসা করা হচ্ছে', সাংবাদিক বৈঠকে মন্তব্য নিশার
ABP Ananda LIVE : 'আমি মানুষের জন্য কাজ করতে চাই'। 'আমার ব্যক্তিগত ছবি দিয়ে কুৎসা করা হচ্ছে'। 'হিন্দু বলেই বাদ হয়েছি'। সাংবাদিক বৈঠকে মন্তব্য নিশার।
গঙ্গাসাগরে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না প্রশাসন
গঙ্গাসাগরে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না প্রশাসন। বুধবার সাগরদ্বীপে সভা করার কথা ছিল বিরোধী দলনেতার। আজ মহকুমাশাসককে চিঠি দিয়ে জানালেন সাগর থানার ওসি। 'গঙ্গাসাগর মেলায় পূর্ণ্যার্থীদের ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত', মহকুমাশাসককে চিঠি পুলিশের। 'বিরোধী দলনেতা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। ভিভিআইপি প্রোটোকলে বিকল্প রাস্তা নেই। সভাস্থলে আসার বিকল্প রাস্তাও নেই। আয়োজকরা জানিয়েছেন ১০ হাজার লোক হবে', চিঠিতে উল্লেখ। প্রস্তাবিত সভাস্থলের অসুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত, মহকুমাশাসককে চিঠি পুলিশের।



















