(Source: ECI/ABP News/ABP Majha)
India Corona Update: দেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্ত প্রায় ১.৯৫ লক্ষ
India Coronavirus Update: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৯৪,৭২০। গত একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬০ হাজার ৪০৫।
নয়াদিল্লি: দেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus)। দেশে একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ ৯৫ হাজার। ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ৪৪২।ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৮৬৮। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৭২০। গত একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬০ হাজার ৪০৫। দেশে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ৯ লক্ষ ৫৫ হাজার ৩১৯। পজিটিভিটি হার ১১.০৫ শতাংশ। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষের বেশিই থাকছে।
গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়ল ২৬ হাজারের বেশি। গতকালের তুলনায় প্রায় দ্বিগুণ হল মৃত্যুর সংখ্যা। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬৮ হাজার ৬৩। মৃতের সংখ্যা ছিল ২৭৭। গতকালের তুলনায় আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫.৮ শতাংশ বেড়েছে।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ৫১০ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৪ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, দেশে ভয়ঙ্কর করোনা পরিস্থিতির কারণে রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুত রাখতে বলল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রাজ্যগুলিকে এই পরামর্শ দিয়ে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশজুড়ে অক্সিজেনের সংকট দেখা দিয়েছিল।