Covid-19: সতর্ক থাকতে হবে, জোরকদমে জিনোম সিকোয়েন্সিং, করোনা-বৃদ্ধি আশঙ্কায় আর কী কী নির্দেশ স্বাস্থ্য দফতরের
Covid-19 Update : মনসুখ মাণ্ডব্য বুধবার কর্মকর্তাদের উচ্চ-স্তরের বৈঠকে সতর্কতা বজায় রাখার কথা বলেন।
নয়াদিল্লি : নতুন করো চিনে চোখ রাঙিয়েছে করোনা ভাইরাস। সেই সঙ্গে আরও বেশ কিছু দেশ থেকে আসছে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির খবর। এই পরিস্থিতিতে বুধবার স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
মনসুখ মাণ্ডব্য বুধবার কর্মকর্তাদের উচ্চ-স্তরের বৈঠকে সতর্কতা বজায় রাখার কথা বলেন। করোনা সংক্রমণ এখন একটু কমলেও, সরকারি আধিকারিকরা যেন কোনওভাবেই গা-ছাড়া না দেন, সেই কথা বলেন। এই পরিস্থিতিতে তড়িত গতিতে জিনোম সিকোয়েন্সিং চালিয়ে যাওয়ার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে কোভিড -১৯ সংক্রান্ত বিধিনিয়মে যাতে গা-ফিলতি না আসে, সেদিকে খেয়াল রাখার কথা বলেন ।
মাণ্ডব্য প্রত্যেককে করোনা সতর্কতা জোরদার করার কথা বলেন। দক্ষিণ-পূর্ব এশিয়া, চিন এবং ইউরোপ থেকে সম্প্রতি নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে।
এরই মধ্যে আবার একটি সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান (mike ryan) জানান, ভাইরাস কমগতিতে সংক্রমিত হলে, মরসুমি সংক্রমণে পরিণত হলে তাকে এনডেমিক বলা হয়ে থাকে। তিনি বলেন, 'যদিও এই পরিস্থিতিতেও আমাদের সতর্ক থাকা উচিত।'
দেশে করোনার গ্রাফের ওঠানামা চলছেই। মঙ্গলবারের তুলনায় সোমবার কিছুটা বাড়ে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়পর্বে দেশে করোনায় আক্রান্ত ছিলেন ২ হাজার ৮৭৬ জন, করোনায় মৃত্যু হয়েছে ৯৮ জনের। । মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৬৮।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )