Omicron : ভারতে ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাপিয়ে যাওয়ার পথে এগচ্ছে ওমিক্রন : রিপোর্ট
Omicron Has Started Replacing Delta : শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১২৭০ জন ওমিক্রন আক্রান্ত পাওয়া গেছে
নয়া দিল্লি : দিন দিন বাড়ছে ওমিক্রন(Omicron) সংক্রমিতের সংখ্যা। আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতে ডেল্টা(Delta) ভ্যারিয়েন্টকে ছাপিয়ে যাওয়া শুরু করেছে নতুন এই ভ্যারিয়েন্ট। সূত্রের খবর, বিদেশ থেকে ফিরে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের ৮০ শতাংশের মধ্যেই পাওয়া যাচ্ছে ওমিক্রন।
যদিও শনাক্ত হওয়া রোগীদের মধ্যে এক-তৃতীয়াংশের মৃদু উপসর্গ পাওয়া গেছে। বাকিরা উপসর্গহীন। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১২৭০ জন ওমিক্রন আক্রান্ত পাওয়া গেছে।
এদিকে কোভিড পরীক্ষার হার কম লক্ষ্য করে, কেন্দ্র বৃহস্পতিবার ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পজিটিভ কেসগুলিকে অবিলম্বে শনাক্ত করতে পরীক্ষা বাড়াতে বলেছে। ২ ডিসেম্বর দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রথম দুটি কেস ঘোষণার পর থেকে স্বাস্থ্যমন্ত্রক একটি মিশন মোডে কাজ করছে। সংক্রমণের বিস্তার রোধে রাজ্যগুলিকে ক্রমাগত নির্দেশনা দিচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিয়মিতভাবে সারা দেশে COVID-19, ওমিক্রন এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য বৈঠক করছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য প্রতিদিন বিশেষজ্ঞ দল এবং সিনিয়র আধিকারিকদের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করছেন। তিনি ওষুধের বাফার স্টক , ভেন্টিলেটর এবং অক্সিজেনের প্রাপ্যতার আপডেটও নেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়ার রুম 24x7 কাজ করছে এবং সমস্ত প্রবণতা বিশ্লেষণ করছে। দেশব্যাপী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
আরও পড়ুন ; কোভিড রোগীর অর্ধেকই শিশু, বয়স পাঁচের নীচে, আতঙ্ক ছড়াচ্ছে আমেরিকায়
উল্লেখ্য, অতিমারির (Pandemic) ধাক্কায় প্রকট হয়ে ধরা দিয়েছিল স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র। ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে আতঙ্কের মধ্যে সেই ভয়াবহতাই ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে আমেরিকায় (US/America)। তবে এ বার অতিমারি আঘাত হানতে পারে আরও গভীরে। কারণ ওমিক্রন এবং ডেল্টা (COVID Variant Delta), করোনার দুই রূপের প্রকোপ সে দেশের হাসপাতালে ভিড় বাড়ছে শিশুদের। এই মুহূর্তে আমেরিকার হাসপাতালগুলিতে ভর্তি কোভিড রোগীদের ৫৮ শতাংশই শিশু।