Covaxin Open Vial Policy: ভায়াল খুলেও ২৮ দিন রাখা যাবে কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক
Covaxin Open Vial Policy: কোভ্যাক্সিন টিকার প্রত্যেক ভায়াল থেকে ২০ জনকে একটি করে টিকা দেওয়া সম্ভব। টিকাগ্রহীতার সংখ্যা কম থাকলে এত দিন বেঁচে যাওয়া টিকাও ভায়ালসমেত ফেলে দেওয়া হতো।
নয়াদিল্লি: স্বাস্থ্যকর্মী টিকার ভায়াল খুলে ফেলেছেন। অথচ টিকা নেওয়ার লোক নেই। এই সমস্যার সমাধান এ বার বাতলে দিল করোনার দেশীয় টিকা কোভ্যাক্সিন
(Open Vials of Covaxin) প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech)। জানাল, ভায়াল খোলার পরেও তাদের তৈরি টিকা ২৮ দিন পর্যন্ত ব্যবহার করা যায়। শুধু ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় রেখে দিলেই হল।
কোভ্যাক্সিন টিকার প্রত্যেক ভায়াল থেকে ২০ জনকে একটি করে টিকা দেওয়া সম্ভব। টিকাগ্রহীতার সংখ্যা কম থাকলে এত দিন বেঁচে যাওয়া টিকাও ভায়ালসমেত ফেলে দেওয়া হতো। কিন্তু ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে যে ভাবে উদ্বেগ বেড়ে চলেছে, তাতে টিকা যাতে নষ্ট না হয়, তার উপায় বার করার চেষ্টা চলছিল। গত মাসে এই সংক্রান্ত নথিপত্র নিয়ন্ত্রক সংস্থার হাতে তুলে দেয় ভারত বায়োটেক। তাতে অনুমোদন মিলতেই য়া নির্দেশ জারি করল তারা।
আরও পড়ুন: Labour Codes for FY23: কমবে কাজের দিন, টেক হোম বেতন! আগামী বছরই চালু হতে পারে নয়া শ্রম বিধি
শুধু তাই নয়, ভায়াল না খোলা অবস্থায় এক বছর পর্যন্ত তাদের টিকা মজুত করে রাখা সম্ভব (Covaxin Shelf Life) বলেও জানিয়েছে ভারত বায়োটেক। সংস্থার তরফে লিখিত বিবৃতি জারি করে বলা হয়, ‘পরিবেশ রক্ষায় বিশ্বাসী আমরা। ভায়াল বঁচিয়ে রেখে দিলে টাকাও বাঁচবে আবার সরবরাহে ঘাটতিও দেখা দেবে না। আবার ভায়ালের আবর্জনা থেকে পরিবেশের ক্ষতিও রোখা যাবে’।
ভারতে কোভিডের বিরুদ্ধে টিকাকরণে মূলক কোভিশিল্ড (Covishield), কোভ্যাক্সিন এবং স্পুটনিক-ভি (Sputnik-V)ব্যবহৃত হয়েছে। ওমিক্রন ঘিরে আতঙ্কের মধ্যে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য আরও বেশ কিছু টিকায় অনুমোদন দিয়েছে কেন্দ্র। নতুন করে আরও ১৫ কোটি কোভ্যাকসিন টিকা পাঠানো হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।