Vaccine For 12-14 Age Group: দেশজুড়ে ১২ ঊর্ধ্বদের করোনার ভ্যাকসিনেশন শুরু, আজ থেকে রাজ্যে নয়
Covid vaccination : আজ থেকে দেশজুড়ে ১২ ঊর্ধ্বদের করোনার ভ্যাকসিনেশন। রাজ্যে এখনও লাগবে সময়।
নয়াদিল্লি : এবার ১২ ঊর্ধ্বদের জন্য করোনার ভ্যাকসিনে (Corona Vaccine) অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (health Ministry)। বুধবার থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন। পাশাপাশি কোমর্বিডিটি না থাকলেও সব ষাটোর্ধ্বদেরই বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
এবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা ভ্যাকসিনে অনুমোদন দিল কেন্দ্র। বুধবার থেকেই শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন। পাশাপাশি, কোমর্বিডিটি না থাকলেও, সব ষাটোর্ধ্বদেরই এবার দেওয়া হবে কোভিডের বুস্টার ডোজ। সোমবার এমনই সুখবর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
অন্যদিকে, এ রাজ্যে এখনও লাগবে সময়। প্রস্তুতি তুঙ্গে, ২-৩দিনেই শুরু হবে ১২ ঊর্ধ্বের ভ্যাকসিনেশন, জানালেন স্বাস্থ্য অধিকর্তা।
চলতি বছরের ৩ জানুয়ারি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা ভ্যাকসিনেশন চালু হয়েছিল। অপেক্ষা ছিল ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের। সোমবার ট্যুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লেখেন,
শিশুরা নিরাপদ থাকলে দেশ নিরাপদ। ১৬ মার্চ থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশন শুরু হচ্ছে। এছাড়াও, ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে। আমি শিশুদের পরিবার ও ষাটোর্ধ্বদের ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করছি। করোনা সংক্রমণ কিছুটা কমায় ইতিমধ্যেই খুলেছে স্কুলও। এই পরিস্থিতিতে ১২ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল।
এতদিন যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং কোমর্বিডিটি আছে তাঁদের করোনার বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। এবার থেকে ৬০ বছরের বেশি বয়সী সবাই বুস্টার ডোজ পাবেন।
#IndiaFightsCorona
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) March 15, 2022
📍Marching ahead on all fronts
💉 #COVID19Vaccination for 12-14 years age group to start from 16th March 2022.
👴Condition of co-morbidity for the age group 60+ removed.
👴All the persons above 60 years now eligible for Precaution Dose from 16th March 2022. pic.twitter.com/aH2ntOpW43
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )