India Corona Update: দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল মৃতের সংখ্যা
India Corona Update: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৩৯।
নয়াদিল্লি: দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ কমলেও ফের দেড়শো ছুঁইছুঁই একদিনে মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৩৯। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ২৮১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪ হাজার ৫।
করোনা মোকাবিলায় ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য সারা দেশে শুরু হল ভ্যাকসিনেশন। তবে ব্যতিক্রম বাংলা। সরকারি ক্ষেত্র হোক কী, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম। বুধবার কোথাও শুরু হয়নি এই কর্মসূচি। ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য ১৮ ফেব্রুয়ারি কলকাতায় ভ্যাকসিন পাঠায় কেন্দ্র। ওইদিন ৩০ লক্ষ ৯৬ হাজার ৯০০ করবেভ্যাক্সের ডোজ পাঠানো হয়।
গোটা রাজ্যে আনুমানিক ৩০ লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। এই মুহূর্তে প্রথম ডোজ দেওয়ার মতোই ভ্যাকসিন আছে। সেইমতো সোমবার এই কর্মসূচি শুরু হতে পারে। স্বাস্থ্য ভবন যখন এই দাবি করছে, তখন বুধবার বাগবাজার সেন্ট্রাল স্টোরে গিয়ে দেখা গেল এই ছবি। জানা গেছে, কলকাতায় প্রায় ৬ লক্ষ ডোজ ভ্যাকসিন বণ্টন হয়নি।
সুইমিং পুল, ওয়াটার পার্ক (water park) খুলে দেওয়ার সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের। খুলে দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রও। নোটিশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সামাজিক কারণে জমায়েতে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। যদিও মাস্ক এবং অন্যান্য কোভিড বিধি মেনে চলতে হবে। বুধবারে উত্তরপ্রদেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছিল ৫১জন।
দৈনিক কোভিড (covid) গ্রাফ নিম্নগামী হওয়ায়, স্কুল খুলেছে উত্তরপ্রদেশ (uttar pradesh) প্রশাসন। এর আগে নৈশ কার্ফুও তুলে দিয়েছিল রাজ্য প্রশাসন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )