Viral News: বিরিয়ানির আড়ালে গয়না! তদন্তে নেমে তাজ্জব পুলিশ
Jewelary in Biriyani: অনেক খুঁজে শেষ পর্যন্ত মিলেছে গয়না। কিন্তু চুরির কায়দা দেখে চোখ কপালে পুলিশের। ঘটনাটি তামিলনাড়ুর।
নয়াদিল্লি: গয়না চুরি গিয়েছিল। পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছিল। অনেক খুঁজে শেষ পর্যন্ত মিলেছে গয়না। কিন্তু চুরির কায়দা দেখে চোখ কপালে পুলিশের। ঘটনাটি তামিলনাড়ুর (Tamilnadu)।
আজব চুরি
কখনও চোরাই গয়না চোরাবাজারে নিয়ে যাওয়া হয়। কখন অন্য় কোনও পদ্ধতিতে লুকিয়ে রাখার ঘটনা সামনে আসে। কিন্তু চেন্নাইয়ে সেসব কিছু হয়নি। কারণ চোর সেই গয়না লুকিয়ে রেখেছিল তার পেটে। আর সেই গয়না সে খেয়েছিল বিরিয়ানির (Biriyani) সঙ্গে।
কী ঘটনা?
যার বিরুদ্ধে অভিযোগ, তার এক বন্ধুর বাড়িতে ইদের (Eid) অনুষ্ঠান ছিল। লোকজন এসেছিল। খাওয়া-দাওয়াও হয়েছিল ভরপুর। কিন্তু তারপর থেকেই ঘরের গয়না খুঁজে পাচ্ছিলেন না ওই বন্ধু। প্রায় দেড় লক্ষ টাকার গয়না ঘর থেকে হাওয়া। যার মধ্যে রয়েছে একটা হিরের নেকলেস, একটা সোনার চেন, একটা হিরের পেনড্যান্ট। তারপরেই চেন্নাইয়ের ভিরুগামবাক্কাম (Virugambakkam) থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।
তদন্তে নেমেই ওই অনুষ্ঠানে আসা অনেকের উপরেই নজরদারি শুরু করে পুলিশ। একজন সন্দেহভাজনকে টানা জিজ্ঞাসাবাদ করতেই চাপে পড়ে ঘটনার কথা স্বীকার করে সে। তা শুনেই পুলিশের চোখ কপালে। অনুষ্ঠানে বিরিয়ানির মধ্যে লুকিয়ে ওই গয়না সোজা পেটে চালান করেছিল অভিযুক্ত। তার পরেই সত্যিটা জানতে একটি বেসরকারি মেডিক্যাল সেন্টারে ওই ব্যক্তির পেটে স্ক্যান (Scan) করা হয়। তখনই বোঝা যায় সত্যি বলছে অভিযুক্ত। শেষ পর্যন্ত ডাক্তারি পদ্ধতির মাধ্যমে বের করা হয় গয়না।
পুলিশ জানিয়েছে:
সংবাদ সংস্থা সূত্রে খবর, পুলিশ জানিয়েছে ৩ মে চুরির ঘটনা ঘটেছিল। গত বৃহস্পতিবার সেই গয়না উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ (Drunk) ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। সোনা উদ্ধারের পর অভিযোগ প্রত্যাহার করে নেন ওই ব্যক্তি। সেই কারণেই অভিযুক্তের পরিচয়ও প্রকাশ্যে আনেনি তামিলনাড়ু পুলিশ (Tamilnadu Police)।
আরও পড়ুন: আলাপ করুন পৃথিবীর সবচেয়ে লম্বা কুকুর, জিউসের সঙ্গে