Delhi : মাথায় ঋণের বোঝা, বাবা-মায়ের কাছ থেকে টাকা আদায়ের জন্য নিজেকে 'জাল অপহরণ' !
১৬৪ নম্বর ধারায় বয়ান নথিভুক্ত করার জন্য ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হবে।
নয়া দিল্লি : উদ্দেশ্য ছিল, বাবা-মায়ের কাছ থেকে টাকা নেওয়া। সেই লক্ষে নিজেই নিজের 'জাল' অপহরণের পরিকল্পনা ছকেছিল এক ব্যক্তি। কিন্তু, শেষ রক্ষা হল না। তার পরিকল্পনা ভেস্তে দিল দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, ১৬৪ নম্বর ধারায় বয়ান নথিভুক্ত করার জন্য ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হবে।
কীভাবে প্রকাশ্যে এল ঘটনা ?
উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা তেজ পাল সিংহ। সম্প্রতি তিনি পুলিশকে জানান যে, তাঁর ছেলে সুশান্ত চৌধুরী নিখোঁজ। গত ২৪ সেপ্টেম্বর ছোট ছেলেকে সঙ্গে নিয়ে সুশান্তের অফিস গিয়েছিলেন তেজ পাল। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে, সুশান্ত ৮ সেপ্টেম্বরের পর থেকেই নাকি আর অফিস যাননি।
এদিকে সুশান্তের কাছ থেকে একটি টেক্সট মেসেজ পান তেজ পাল সিংহ। তাতে সুশান্ত জানান যে, তিনি দেড় লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। তার মধ্যে ৭৫ হাজার টাকা শোধ করে দিয়েছেন। যদি বাকি টাকা মেটাতে না পারেন তাহলে বড় রকমের সমস্যায় পড়বেন। এমনটাই জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন ; টেলিভিশনে ক্রাইম থ্রিলার দেখে তৈরি ছক! নিউ মার্কেটের ব্যবসায়ী অপহরণ-খুনের মামলায় গ্রেফতার ২
এদিকে ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ গাঁধী ময়দান, চাঁদনি চক ও অন্যান্য এলাকায় তল্লাশি চালায়। খোঁজ পায় সুশান্তের। জিজ্ঞাসাবাদে সুশান্ত জানিয়েছেন, তিনি নিজেই নিজের অপহরণের ছক ফেঁদেছিলেন। কারণ, লোন শোধ করার জন্য তাঁর কিছু টাকার প্রয়োজন হয়ে পড়েছিল।
আরও পড়ুন ; ব্যবসায়ীকে অপহরণ করে দশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ, গ্রেফতার বাবা-ছেলে
সুশান্ত পুলিশকে আরও জানিয়েছেন, তিনি নিয়মিত একটি অনলাইন ট্রেডিং সাইটে বিনিয়োগ করছিলেন। তাতে বিনিয়োগের জন্য লোন নিয়েছিলেন। কিন্তু, বড়সড় ক্ষতির মুখে পড়তে হয় তাঁকে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। তাই তিনি বাবা-মায়ের কাছ থেকে টাকা তোলার জন্য নিজেই নিজের অপহরণের পরিকল্পনা ফাঁদেন বলে জানিয়েছে পুলিশ।