Jagdeep Dhankhar: ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকড়
Vice President of India: ধনকড়কে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। যিনি ভারতবর্ষের ইতিহাসে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে গত মাসেই নির্বাচিত হয়েছেন।
নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) । তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) । যিনি ভারতবর্ষের ইতিহাসে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে গত মাসেই নির্বাচিত হয়েছেন ।
বিরাট জয়
প্রতিদ্বন্দ্বীকে বিরাট ব্যবধানে পিছনে ফেলে জয়ী হন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) । দেশের নয়া উপরাষ্ট্রপতি হলেন তিনি (Vice president Election) । বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির তাঁকে মনোনীত করেছিল । বিরোধীদের তরফে প্রার্থী করা হয় মার্গারেট আলভাকে । বড় ব্যবধানে মার্গারেটকে পরাজিত করেন ধনকড়। ৭২৫টি ভোটের মধ্যে ৫২৮টি তাঁর পক্ষে গিয়েছিল । মার্গারেটের সমর্থনে ভোট পড়েছিল মাত্র ১৮২টি। ১৫টি ভোট অবৈধ ঘোষিত হয়। ১০ অগাস্ট উপরাষ্ট্রপতি হিসাবে বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হয়। বৃহস্পতিবার পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ধনকড়।
LIVE: Swearing-in-Ceremony of the Vice President-elect Shri Jagdeep Dhankhar https://t.co/GRqc2YZE0A
— President of India (@rashtrapatibhvn) August 11, 2022
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
জয়ের পরই ধনকড়কে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটারে লেখেন, ‘শ্রী জগদীপ ধনকড়ের সমর্থনে ভোট দিয়েছেন যাঁরা, তাঁদের সকলকে ধন্যবাদ। ভারত যখন স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে, সেই সময় একজন কৃষক সন্তান, আইন সম্পর্কে জ্ঞান এবং বৌদ্ধিক শক্তি রয়েছে যাঁর, তাঁকে দেশের উপরাষ্ট্রপতি হিসেবে পেয়ে গর্ববোধ করছি আমরা’।
Felt blessed, inspired and motivated to be ever in service of Bharat in serene sublimity of Raj Ghat while paying respects to Pujya Bapu. pic.twitter.com/Uzh85n47LN
— Jagdeep Dhankhar Vice-President Elect of India (@jdhankhar1) August 11, 2022
তাঁকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটারে তিনি লেখেন, ‘কৃষক ঘরের সন্তান জগদীপ ধনকড়ের উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়া গোটা দেশের জন্য অত্যন্ত আনন্দের। দীর্ঘ কেরিয়ারে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত থেকেছেন। তৃণমূল স্তরের মানুষের সমস্যা অনুধাবন করে বহু বছর ধরে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তাঁর এই অভিজ্ঞতায় লাভবান হবে উচ্চ সদন’।
আরও পড়ুন: গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল