(Source: ECI/ABP News/ABP Majha)
Rohini Court Blast: দিল্লির রোহিনী কোর্টে বিস্ফোরণ, আহত ১, বন্ধ আদালতের কাজকর্ম
Delhi Rohini Court Blast:পুলিশ জানিয়েছে, তারা ঘটনার বিস্তারিত তদন্ত করছে। সকাল ১০.৪০ নাগাদ হয় বিস্ফোরণ। আদালত কক্ষেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। বন্ধ রাখা হয়েছে আদালতের কাজকর্ম।
নয়াদিল্লি: এজলাসে গ্যাংওয়ারের পর দিল্লির রোহিণী কোর্টে এবার বিস্ফোরণ। বিস্ফোরণে আহত ১। এই ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ল্যাপটপ থেকে বিস্ফোরণ বলে অনুমান করা হচ্ছিল।যদিও পুলিশ জানিয়েছিল, তারা ঘটনার বিস্তারিত তদন্ত করছে। সকাল ১০.৪০ নাগাদ হয় বিস্ফোরণ। আদালত কক্ষেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। বন্ধ রাখা হয়েছে আদালতের কাজকর্ম।
দমকল আধিকারিকরা বিস্ফোরণের কথা জানিয়েছেন। দমকল সূত্রে খবর, সকাল ১০টা ৪০ মিনিটে এজলাসের ভিতর বিস্ফোরণ হয়। পরিত্যক্ত ব্যাগে রাখা ছিল বিস্ফোরক। বিস্ফোরণ ঘটাতে দেশি বোমা অথবা আইইডি-র ব্যবহার হতে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থলে ফরেন্সিক ও বিশেষ তদন্তকারী দল। দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বিস্ফোরণের জেরে এদিনের মতো বন্ধ আদালতের কাজ।
কোর্ট রুমে প্রসিডিং চলাকালেই একটি ল্যাপটপ ব্যাগে এই বিস্ফোরণ হয় বলে জানা গেছে। ডিসিপি প্রণব তায়াল এ কথা জানান। এই ঘটনায় জখমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বল্প তীব্রতার বিস্ফোরণস্থলটি ঘিরে ফেলে পুলিশ।ঘটনাস্থলে ছুটে যায় ফরেন্সিক ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) টিম। ঘটনাস্থল পর্যবেক্ষণ ও পরীক্ষা করতে ফরেন্সিক ও এনএসজি টিম ঘটনাস্থলে যায়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে দিল্লির রোহিণী আদালতে গ্যাংওয়ারের ঘটনা ঘটেছিল। গুলিতে অন্তত তিনজনের মৃত্যু হয়.।আততায়ীরা আইনজীবীর পোশাকে এসেছিল।দুষ্কৃতীদের নিশানায় ছিল গ্যাংস্টার জিতেন্দ্র গোগী। আদালতে পেশ করার জন্য গোগীকে নিয়ে আসা হয়েছিল। গুলিতে গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছিল। গুলিবৃষ্টির পিছনে গোগীর বিরোধী টিল্লু গ্যাং থাকবে পারে বলে ঘটনার পরই জানানো হয়েছিল, পুলিশসূত্রে।
আদালতে বিচারকের ১ মিটার দূরে চলে গুলি। ওই সময়ে বিচারক গগনদীপ সিংহের এজলাসে চলছিল শুনানি। পাল্টা পুলিশের গুলিতে ২ আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।